শিরোনাম

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ঘরের মাঠে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে বেলজিয়াম, পর্তুগাল ও জার্মানীর মোকাবেলা করবে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
ইউএস সকার ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে।
মরিসিও পোচেত্তিনোর দল আগামী ২৮ মার্চ আটালান্টায় বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি পর্বে প্রথম প্রীতি ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে। জর্জিয়ার আটালান্টার মার্সিজিড-বেঞ্জ স্টেডিয়ামে ৩১ মার্চ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালের বিপক্ষে পরের ম্যাচে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। এরপর ৩১ মে নর্থ ক্যারোলিনার শার্লটে আরো একটি প্রীতি ম্যাচ খেলবে স্বাগতিকরা, যে ম্যাচের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। সর্বশেষ ৬ জুন চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানীর বিপক্ষে শিকাগো সোলজার ফিল্ডের ম্যাচ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করবে যুক্তরাষ্ট্র।
এক বিবৃতিতে দলের প্রধান কোচ পোচেত্তিনো বলেছেন, ‘বিশ্বের বেশ কিছু শীর্ষ দলের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেবার এত বড় সুযোগ পেয়ে আমরা আনন্দিত।
খেলোয়াড়দের পাশাপাশি সমর্থকদের জন্যও এটা অনেক বড় ম্যাচ হতে যাচ্ছে।’
বেলজিয়াম, পর্তুগাল ও জার্মানী ইতোমধ্যেই আগামী বছরের বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে। এই প্রথমবারের মত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বর্ধিত কলেবরে ৪৮ দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী বছর ১১ জুন টুর্নামেন্ট শুরু হয়ে ১৯ জুলাই ফাইনাল দিয়ে পর্দা নামবে। ১২ জুন লস এ্যাঞ্জেলসে যুক্তরাষ্ট্র তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।
ওয়াশিংটনে আগামী শুক্রবার বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। সেখানে গ্রুপ পর্বের প্রতিপক্ষ নির্ধারিত হবে।