বাসস
  ০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:২৫

বিশ্বকাপের আগে ভিনিসিয়াসের সাথে মাদ্রিদের নতুন চুক্তির সম্ভাবনা নেই

ছবি : সংগৃহীত

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ভিনিসিয়াস জুনিয়রের সাথে চুক্তি নবায়নের বিষয়টি আপাতত স্থগিতই রেখেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের ঘনিষ্ট এক সূত্র ইএসপিএনকে এই তথ্য নিশ্চিত করেছে। আগামী বছর অনুষ্ঠিতব্য বিশ্বকাপ পর্যন্ত এ ব্যপারে কোন আলোচনার সম্ভাবনা নেই বলেও ইঙ্গিত দিয়েছে সূত্রটি। 

ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ডের সাথে মাদ্রিদের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুনে শেষ হবে। এর অর্থ হচ্ছে চুক্তি শেষের এক বছর আগ পর্যন্ত অন্তত ব্যালন ডি’অর রানার্স-আপ ভিনির অপেক্ষা করতে হবে। 

ইএসপিএন রিপোর্টের সূত্র ধরে জানা গেছে সাম্প্রতিক সময়ে কোচ জাবি আলোনসোর সাথে ভিনিসিয়াসের সম্পর্কের অবনতি হয়েছে। ইতোমধ্যেই চার ম্যাচে মূল একাদশ থেকে ভিনি বাদ পড়েছেন। অক্টোবরে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বদলী বেঞ্চে যাবার সময় ভিনিসিয়াস আলোনসোর সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। 

চুক্তি নবায়নের পরিস্থিতি ভবিষ্যতে পরিবর্তনও হতে পারে। কিন্তু এই মুহূর্তে এ ব্যপারে নতুন কোন আপডেট কারো জানা নেই। 

এ বছরের মে মাসে ক্লাব ও খেলোয়াড় প্রতিনিধির মধ্যে একটি সমঝোতা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। সূত্রটি জানিয়েছে সেই সমঝোতা অনুযায়ী নতুন চুক্তিতে ভিনিসিয়াস বার্ষিক ২০ মিলিয়ণ ইউরোর সাথে বোনাস মিলিয়ে আরো ১০ মিলিয়ন ইউরো পাবে। কিন্তু পরবর্তীতে এই প্রস্তাব থেকে মাদ্রিদ সড়ে আসে, যেখানে কোন বোনাস অন্তর্ভূক্ত ছিলনা। 

এদিকে ক্লাব সূত্র জানিয়েছে ভিনিসিয়াসের সাথে মৌখিক একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু ভিনির পক্ষ থেকে বিষয়টিতে কোন সাড়া পাওয়া যায়নি। বর্তমান চুক্তি অনযায়ী ভিনি বার্ষিক ১৭ মিলিয়ন ইউরো আয় করে থাকেন। 

ভিনিসিয়াসের প্রতিনিধি বিশ্বাস করেন বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে যেখানে দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়ে আলোচনা হচ্ছে সেখানে অল্প পরিমান বেতন বৃদ্ধির বিষয়টি মোটেই গ্রহণযোগ্য নয়। ধারণা করা হচ্ছে ২০৩০ সাল পর্যন্ত ভিনির সাথে মাদ্রিদের নতুন চুক্তি হতে পারে। ভিনিসিয়াসের সাথে চুক্তি নবায়নের বিষয়ে মাদ্রিদ বেশ ইতিবাচক মনোভাব পোষন করেছেন। ইতোমধ্যে মাদ্রিদের হয়ে ভিনি দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগা শিরোপা জয় করেছেন। ২০১৮ সালে মাদ্রিদে যোগ দেবার পর বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমান করেছেন ভিনি।