বাসস
  ০২ ডিসেম্বর ২০২৫, ২১:৩৯

আজারবাইজানের কাছে ২-১ গোলে পরাজিত বাংলাদেশ

ছবি : বাসস

ঢাকা, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে আজ আজারবাইজানের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী দল।

জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে আজ র‌্যাঙ্কিংয়ে ৭০তম দলটির বিপক্ষে ভালই লড়াই করেছে মারিয়া, ঋতুপর্নারা। বেশ কিছু সুযোগ হাতছাড়া না হলে এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। 

২০ মিনিটে আজারবাইজান লিড নেয়। বানিয়া ইশরাকের ক্রস থেকে অধিনায়ক জাফরজাদা শেভিঞ্জে দুর্দান্ত হেডে গোল করেন। এর চার মিনিট আগে জাফরজাদার ফ্রিকিক কর্নারের মাধ্যমে রক্ষা করেন রুপনা চাকমা। ৩২ মিনিটে দারুণ সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। ঋতুপর্ণা চাকমার থ্রু পাস থেকে মনিকা চাকমা শট গোলরক্ষক শরীপোভা দ্রুত পোস্ট ছেড়ে বেরিয়ে আসঠে বল তার গায়ে লাগে। পরের মিনিটেই স্বপ্না রানীর কর্নার থেকে শরীপোভা ফিস্ট করলে বক্সের ভেতরে বল পেয়ে যান মারিয়া। দুর্দান্ত শটে বল জালে জড়ালে বাংলাদেশ মারিয়ার কল্যাণে সমতায় ফিরে। 

বিরতির পর দুই দলই গোলের বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে। শেষ পর্যন্ত ৮৩ মিনিটে সফল হয়েছে সফরকারী আজারবাইজান। বাঁ প্রান্ত থেকে ইয়েলিজের ক্রসে অনেকটা ফাঁকায় দাঁড়ানো মানিয়া ইসরা ডান পায়ের জোরালো শটে আজারবাইজানকে আবারো এগিয়ে দেন। 

এর আগে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে পরাজিত হয়েছিল। আর আজারবাইজান ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচেই জয়ী হয়েছে। 

বাংলাদেশ একাদশ : রুপনা চাকমা (গোলরক্ষক), শিউলি আজিম, শামসুন্নাহার (সিনিয়র), আফঈদা খন্দকার (অধিনায়ক), মনিকা চাকমা, স্বপ্না রানী, মারিয়া মান্ডা, তহুরা খাতুন, ঋতুপর্না চাকমা, শামসুন্নাহার (জুনিয়র), নবীরন খাতুন।