শিরোনাম

ঢাকা, ২ ডিসেম্বর ২০২৫ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের অনূর্ধ্ব-১৯ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ থেকে ১২ ডিসেম্বর কক্সবাজার একাডেমি মাঠে সিরিজটি অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো ৩, ৫, ৭, ১০ এবং ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই সিরিজে প্রথমবারের মত দলকে নেতৃত্ব দেবেন সাদিয়া ইসলাম।
৩০ নভেম্বর কক্সবাজারে পৌঁছানোর পর অনুশীলন শুরু করে পাকিস্তান দল। সিরিজ শেষ হবার পরদিন ঢাকা ছাড়বে তারা।
২০২৭ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজটির গুরুত্ব অনেক বেশি। ঐ আসরে নেপালের সাথে সহ-আয়োজক হবে বাংলাদেশ।
বাংলাদেশ দল : সুমাইয়া আক্তার সুবর্ণা (উইকেটরক্ষক), অরিত্রী মন্ডল নির্জনা, সাদিয়া ইসলাম (অধিনায়ক), ফারজানা ইয়াসমিন, মায়মুনা নাহার স্বর্ণামনি, রুমানা আহমেদ, সাদিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, অতশী মজুমদার, জেরিন তাসনেম লাবন্য, লামিয়া মৃধা, অচেনা জান্নাত ইমান্তা, সাদিয়া নুসরাত, ববি খাতুন, কুমারী শ্রাবনী রানী শীল।
স্ট্যান্ডবাই: চৌধুরী অদ্রিতা নোয়াইসির, লিমা খাতুন, আখি আক্তার, রিজভী দাস, জিম আফরিন।
পাকিস্তান দল : বারিরাহ সাইফ, ফিজ্জা ফাইয়াজ, রাহিমা সৈয়দ, মিমুনা খালিদ, ইমান নাসির (অধিনায়ক), রোজিনা আকরাম, আরেশা আনসারি, কোমল খান, রাভাইল ফারহান, আকসা হাবিব, শাহার বানো, মাহনূর জেব, আয়শা রিয়াজ, জুফিশান আইয়াজ, আলিসা মুখতি।