বাসস
  ০২ ডিসেম্বর ২০২৫, ১৯:৩১

অমিতের ডাবল সেঞ্চুরিতে এগিয়ে সিলেট

ঢাকা, ২ ডিসেম্বর ২০২৫ (বাসস) জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসরে ষষ্ঠ রাউন্ডে রাজশাহী বিভাগের ২৩৬ রানের জবাবে ৮ উইকেটে ৫৩৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে সিলেট। এতে প্রথম ইনিংস থেকে ২৯৯ রানের লিড পায় সিলেট। পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ১৪৬ রান করেছে রাজশাহী।

ইনিংস হার এড়াতে ৭ উইকেট হাতে আরও ১৫৩ রান করতে হবে রাজশাহীকে। 

দ্বিতীয় দিন জোড়া সেঞ্চুরি করেছিলেন সিলেট বিভাগের দুই ব্যাটার অমিত হাসান ও আসাদুল্লাহ আল গালিব। তৃতীয় দিন গালিব ব্যর্থ হলেও ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন অমিত। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৩৭০ রান করেছিল সিলেট। ৭ উইকেট হাতে নিয়ে ১৩৪ রানে এগিয়ে ছিল তারা। গালিব ১১১ ও অমিত ১৭২ রানে অপরাজিত ছিলেন।

ম্যাচের তৃতীয় দিন ডাবল সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যান গালিব ও অমিত। কিন্তু ব্যক্তিগত ১৮০ রানে থামেন গালিব। ২২১ বল খেলে ডাবল-সেঞ্চুরি তুলে নেন অমিত। 
শেষ পর্যন্ত ২৮ চার ও ১ ছক্কায় ২৫১ বলে ২১৩ রান করেন অমিত। গালিবের ২৯৮ বলের ইনিংসে ১৯টি চার ও ২টি ছক্কা ছিল।

৮ উইকেটে ৫৩৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ২৯৯ রানের লিড পায় সিলেট। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে আবারও বাঁ-হাতি স্পিনার নাবিল সামাদের ঘূর্ণিতে ৫৮ রানে ৩ উইকেট হারায় রাজশাহী। ৩ উইকেটই নেন নাবিল। 

চতুর্থ উইকেটে ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন প্রিতম কুমার ও এসএম মেহরব। প্রিতম ২৯ ও মেহেরব ৫৫ রানে অপরাজিত আছেন। 

১১ ওভার বল ৩০ রানে ৩ উইকেট নেন নাবিল। প্রথম ইনিংসে ৪২ রানে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি।