শিরোনাম

ঢাকা, ২ ডিসেম্বর ২০২৫ (বাসস) : টানা তিন ম্যাচ হারের পর দুই স্পিনার নাইম হাসান ও হাসান মুরাদের বোলিং নৈপুন্যে জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরে জয়ের দেখা পেল চট্টগ্রাম বিভাগ। ষষ্ঠ রাউন্ডে ম্যাচের তৃতীয় দিন চট্টগ্রাম ইনিংস ও ৪৩ রানের ব্যবধানে হারিয়েছে রংপুর বিভাগকে।
এই জয়ে ৬ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠল চট্টগ্রাম। চলতি আসরে প্রথমবারের মত হারল রংপুর। তারপরও ৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে রংপুর।
কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ইনিংসে ২২৪ রানে পিছিয়ে থাকায় ফলো-অনে পড়ে রংপুর। নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ৪ রান করেছিল তারা। ইনিংস হার এড়াতে আরও ২২০ রান দরকার ছিল রংপুরের।
তৃতীয় দিন নাইম ও মুরাদের ঘূর্ণিতে পড়ে ৭২.৩ ওভারে ১৮১ রানে গুটিয়ে যায় রংপুর। উপরের সারির চার ব্যাটারের ব্যর্থতার পর হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেন পাঁচ নম্বরে নামা আকবর আলি। ৬টি চার ও ১টি ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন অধিনায়ক আকবর।
এছাড়া ইকবাল হোসেন ২৩, রবিউল হক ১৭ ও নাইম ইসলাম-তানবীর হায়দার ১৬ রান করে করেন। নাইম ৫৭ রানে ও মুরাদ ৪১ রানে ৪টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে জিল্লুর রহমান বিজয়ের সেঞ্চুরিতে ৩৫০ রান করে চট্টগ্রাম। বিজয় ১১৩ রান করেন। জবাবে চট্টগ্রামের পেসার হাসান মাহমুদের বোলিং তোপে ১২৬ রানে গুটিয়ে যায় রংপুর।
প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ম্যাচ সেরা হন চট্টগ্রামের মুরাদ।