বাসস
  ০২ ডিসেম্বর ২০২৫, ১৭:৫২

পরিপূর্ণ ফিট খেলোয়াড়রাই বিশ্বকাপ দলে জায়গা পাবে : আনচেলত্তি

ছবি : সংগৃহীত

ঢাকা, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : শুধুমাত্র শতভাগ ফিট ও ফর্মের তুঙ্গে থাকা খেলোয়াড়রাই আগামী বছর বিশ্বকাপ দলে জায়গা পাবে বলে ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। এর মাধ্যমে ম্যাচ খেলার জন্য শতভাগ প্রস্তুত খেলোয়াড়দের প্রতি আনচেলত্তির কঠোর নীতির আরো একবার বহি:প্রকাশ ঘটলো।

মূলত এই মূহূর্তে ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়াস জুনিয়রকে ঘিরেই আনচেলত্তি এই মন্তব্য করেছেন। আগামী বছর বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করতে হলে আনচেলত্তির বিবেচনায় ফিটনেসের কোন বিকল্প নেই। যা ভিনির মত খেলোয়াড়দের ক্ষেত্রেও প্রযোজ্য।

এর আগে অক্টোবরে জাতীয় দলের আরেক তারকা নেইমারকে উদ্দেশ্য করেও আনচেলত্তি এই একই সতর্ক বার্তা দিয়েছিলেন। ঐ সময় তিনি বলেছিলেন ফিটনেস ফিরে পেলেই তারকা এই ফরোয়ার্ড জাতীয় দলেও ফিরবেন।

ব্রাজিলের স্থানীয় এক গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে আনচেলত্তি বলেছেন তার এই স্ট্যান্ডার্ড ব্রাজিল দলের সকল খেলোয়াড়দের জন্য প্রযোজ্য। যারা এই মুহূর্তে ফিটনেসের অভাবে ভুগছে তাদেরকে দলে ফিরতে হলে দ্রুতই নিজেদের প্রমান করতে হবে।

এ সম্পর্কে আনচেলত্তি বলেন, ‘এই দলে অনেক উঁচু মানের খেলোয়াড় রয়েছে। তবে যারা শতভাগ ফিট আমরা তাদের মধ্যে থেকেই চূড়ান্ত দল বেছে নিব। এটা শুধুমাত্র নেইমারের ক্ষেত্রে নয়, এটা হতে পারে ভিনিসিয়াসও। যদি ভিনিসিয়াস ৯০ শতাংশ ফিট থাকে তবে আমি যে খেলোয়াড় শতভাগ ফিট তাকেই দলে ডেকে নিব। কারন এটা এমন একটি দল হতে যাচ্ছে যাদেরকে সর্বোচ্চ পর্যায়ের প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হতে হবে, বিশেষ করে আক্রমনভাগে। আর এই বিভাগে আমার দলে বেশ কিছু অসাধারণ খেলোয়াড় রয়েছে।’

জুনে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচটিতে একমাত্র গোলটি করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। এই জয়ের মাধ্যমে ব্রাজিল ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জণ করে। আগামী বছর ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপ।

বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আগামী বছর ২৩-৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিলের বস্টনে অনুশীলণ ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবার কথা রয়েছে।