শিরোনাম

ঢাকা, ২ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে এক বছর পর বড় ফরম্যাটের ক্রিকেটে ফিরেই হাফ-সেঞ্চুরির দেখা পেলেন নিউজিল্যান্ডের সেরা ব্যাটার কেন উইলিয়ামসন ৫২ রানে উইলিয়ামসন থামলেও ক্রাইস্টচার্চে আজ থেকে শুরু হওয়া তিন ম্যাচ সিরিজের প্রথম দিন দাপট দেখিয়েছে বৃষ্টি ও ওয়েস্ট ইন্ডিজ বোলাররা। বৃষ্টি ও আলো স্বল্পতার কারণে ২০ ওভার কম খেলা হয়েছে।
পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ বোলারদের তোপে প্রথম দিন শেষে ৭০ ওভারে ৯ উইকেটে ২৩১ রান করেছে নিউজিল্যান্ড।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলে উইকেট হারায় নিউজিল্যান্ড। খালি হাতে ফিরেন ওপেনার ডেভন কনওয়ে।
ইনিংসের শুরুতে সতীর্থকে হারানোর কষ্ট দ্রুত ভুলিয়ে দেন অধিনায়ক ও ওপেনার টম ল্যাথাম এবং তিন নম্বরে নামা কেন উইলিয়ামসন। দ্বিতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়েন তারা। এই জুটিতেই ক্যারিয়ারের ১০৬তম টেস্টে ৩৮তম হাফ-সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন।
হাফ-সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি উইলিয়ামসন। ৬টি চারে ১০২ বলে ৫২ রান করেন তিনি।
দলীঢ ৯৪ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে উইলিয়ামসন ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। ১৪৮ রানে ষষ্ঠ উইকেট পতন হয় তাদের। ল্যাথাম ২৪, রাচিন রবীন্দ্র ৩, উইল ইয়ং ১৪ ও টম ব্লান্ডেল ২৯ রানে ফিরেন।
সপ্তম উইকেটে ৫২ রানের জুটিতে নিউজিল্যান্ডের রান ২শতে নেন মাইকেল ব্রেসওয়েল ও ন্যাথান স্মিথ। ২৩ রান করা স্মিথের বিদায়ে ভাঙ্গে জুটি। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৭ রানে আউট হন ব্রেসওয়েল।
দলীয় ২২৭ রানে নবম ব্যাটার হিসেবে ম্যাট হেনরি ব্যক্তিগত ৮ রানে ফেরার কিছুক্ষণ পর আলো স্বল্পতায় আগেভাগেই শেষ হয় প্রথম দিনের খেলা। এর আগে নিউজিল্যান্ড ইনিংসে বৃষ্টি কারণে বেশ কয়েকবার খেলা বন্ধ হয়েছিল।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ-ওজাই শিল্ড ও জাস্টিন গ্রেভস ২টি করে উইকেট নেন।