শিরোনাম

ঢাকা, ১ ডিসেম্বর ২০২৫ (বাসস) : দুই ব্যাটার ফয়সাল আহমেদ ও জিশান আলমের হাফ-সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগে খুলনা বিভাগের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হাতে নিয়ে ৪১ রানে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। প্রথম ইনিংসে খুলনার ১৯৪ রানের জবাবে দিন শেষে ৫ উইকেটে ২৩৫ রান করেছে ঢাকা।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিন ১৯৪ রানে অলআউট হয় খুলনা বিভাগ। জবাবে দিন শেষে ১ উইকেটে ৬৪ রান করেছিল ঢাকা। ৯ উইকেট হাতে নিয়ে ১৩০ রানে পিছিয়ে ছিল তারা। আনিসুল ইসলাম ইমন ৩৫ ও ফয়সাল আহমেদ ১৭ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিন ইমন ৪৮ রানে আউট হলে তৃতীয় উইকেটে জিশানের সাথে ১১৬ রানের জুটি গড়েন ফয়সাল। এই জুটিতে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ফয়সাল ও জিশান।
দলীয় ১৯৫ রানে আউট হন জিশান। ৫ চার ও ১ ছক্কায় ১১৭ বলে ৫৭ রান করেন তিনি।
জিশান ফেরার ২ রান পর সাজঘরের পথ ধরেন ৯টি বাউন্ডারিতে ১৮৬ বলে ৭৭ রান করা ফয়সালও। এরপর ক্রিজে আসা নতুন ব্যাটার রায়ান রহমান ১ রানে থামলে, ১৯৭ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা।
২ রানের ব্যবধানে ৩ উইকেট পতনের পর ষষ্ঠ উইকেটে ৩৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেছেন অধিনায়ক মার্শাল আইয়ুব ও আশিকুর রহমান শিবলি।
মার্শাল ১৭ ও শিবলি ২০ রানে অপরাজিত আছেন।
২টি করে উইকেট নেন জিয়াউর রহমান ও আফিফ হোসেন।