শিরোনাম

ঢাকা, ১ ডিসেম্বর ২০২৫ (বাসস) : দুই ব্যাটার আসাদুল্লাহ আল গালিব ও অমিত হাসানের জোড়া সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসরে ষষ্ঠ রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে বড় লিডের পথে এগিয়ে রয়েছে সিলেট বিভাগ।
প্রথম ইনিংসে রাজশাহীর ২৩৬ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৩৭০ রান করেছে সিলেট। ৭ উইকেট হাতে নিয়ে ১৩৪ রানে এগিয়ে সিলেট। গালিব ১১১ ও অমিত ১৭২ রানে অপরাজিত আছেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন ২৩৬ রানে অলআউট হয় রাজশাহী। জবাবে দিন শেষে ২ উইকেটে ৩৫ রান করেছি সিলেট। ৮ উইকেট হাতে নিয়ে ২০১ রানে পিছিয়ে ছিল তারা।
প্রথম দিনের শুরুর ধাক্কাটা সামলে উঠেন ওপেনার ও অধিনায়ক জাকির হাসান এবং গালিব। তৃতীয় উইকেটে ৭৮ রান যোগ করেন তারা। ৯টি চারে ৬০ রান করে সাজঘরে ফিরেন জাকির।
দলীয় ১০৬ রানে তৃতীয় ব্যাটার হিসেবে জাকির আউট হবার পর শক্ত হাতে জুটি বাঁধেন গালিব ও অমিত হাসান। গালিব সাবধানী থাকলেও দ্রুত রান তোলার চেষ্টা করেন অমিত। ১২৪ বলে প্রথম শ্রেণির ক্রিকেটে দশম সেঞ্চুরির দেখা পান তিনি। অন্যপ্রান্তে ১৬৯ বল খেলে প্রথম শ্রেণিতে দ্বিতীয় শতকের দেখা পান গালিব।
সেঞ্চুরির পরও রানের গতি ধরে রেখে ১৮০ বলে দেড়শ স্পর্শ করেন অমিত। শেষ পর্যন্ত ২৪টি চার ও ১টি ছক্কায় ২০১ বলে ১৭২ রানে অপরাজিত থাকেন অমিত। ১৩টি চার ও ১টি ছক্কায় ১৯৯ বলে অনবদ্য ১১১ রান করেছেন গালিব।
নাহিদ রানা, আলি মোহাম্মদ ওয়ালিদ ও আসাদুজ্জামান পায়েল ১টি করে উইকেট নেন।