বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ১৭:২৫

রিয়ালে রোনাল্ডোর বিরল রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে

ছবি : সংগৃহীত

ঢাকা, ১ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর রিয়াল মাদ্রিদের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক ক্যালেন্ডার বছরে ৫৩ বা তার বেশী গোলের রেকর্ড স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপ্পে। গতকাল লা লিগায় জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচটিতে গোল করে ফরাশি অধিনায়ক এই মাইলফলক স্পর্শ করেন। 

দুর্দান্ত ফর্ম ও ধারাবাহিকতা দিয়ে মাদ্রিদে রোনাল্ডোর রেকর্ড একের পর এক ভঙ্গ বা স্পর্শ কওে চলেছেন এমবাপ্পে। এই সাফল্যের মুকুটে মধ্যে গতকাল আরো একটি পালক যুক্ত হলো।

স্প্যানিশ জায়ান্টদের হয়ে এমবাপ্পে এই প্রথম পুরো ক্যালেন্ডার বছর পার করলেন। পর্তুগীজ সুপারস্টার নয় মৌসুমে এটি পূরণ করেছেন পাঁচবার। 

রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোন ম্যাচে চার গোল করার কৃতিত্ব অর্জন করার চারদিন পর গতকাল আরো এক রেকর্ডের সঙ্গী হলেন এমবাপ্পে। গত ২৭ নভেম্বর অলিম্পিয়াকোসের বিপক্ষে সাবেক এই পিএসজি তারকা একাই চার গোল করেছেন । ম্যাচটিতে রিয়াল ৪-৩ গোলে জয়ী হয়। ২০১৫/১৬ মৌসুমে মালমোর বিপক্ষে রোনাল্ডো চার গোল করেছিলেন। 

ঐ ম্যাচে রোনাল্ডোর দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডও ভঙ্গ করেছেন এমবাপ্পে। মাত্র ৭ মিনিটে এমবাপ্পে হ্যাটট্রিক পূরণ করেন। মালমোর বিপক্ষে ম্যাচটিতে রিয়াল ৮-০ গোলে জয়ী হয়েছিল এবং রোনাল্ডো হ্যাটট্রিক করেছিলেন ১১ মিনিটে। 

চলতি মৌসুমের শুরুতে রোনাল্ডো সম্পর্কে এমবাপ্পে বলেছিলেন, তিনি আমার রোল মডেল। রিয়াল মাদ্রিদে রোনাল্ডোর অবদান সম্পর্কে বলতে গিয়ে এমবাপ্পে বলেন, ‘ক্রিস্টিয়ানো সবসময়ই আমার জন্য রোল মডেল। 

তার সাথে কথা বলতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। তিনি আমাকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন, আমাকে সহযোগিতা করেছেন। আমি মনে করি এখনো রোনাল্ডোই রিয়ালের নাম্বার ওয়ান খেলোয়াড়। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি যথেষ্ঠ অবদান রেখেছেন, যার কৃতিত্ব তাকে দিতেই হবে। সমর্থকরা এখনো রোনাল্ডোকে নিয়ে স্বপ্ন দেখে। কিন্তু আমি আমার নিজস্ব পথ অনুসরণ করতে চাই।’