শিরোনাম

ঢাকা, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিরাট কোহলির সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল স্বাগতিক ভারত।
গতরাতে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারত ১৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। কোহলি ১৩৫ রানের নান্দনিক ইনিংস খেলেন।
রাঁচিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানে ওপেনার যশ্বসী জয়সওয়ালকে হারায় ভারত। ব্যক্তিগত ১৮ রানে জয়সওয়াল ফেরার পর দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়েন রোহিত শর্মা ও কোহলি। ১০৯ বলে ১৩৬ রান যোগ করে হন তারা।
ওয়ানডে ক্যারিয়ারে ৬০তম হাফ-সেঞ্চুরি তুলে বিদায় নেন রোহিত। তার ৫১ বলের ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কা ছিল। এই ইনিংসে ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের শহীদ আফ্রিদির ৩৫১ ছক্কার রেকর্ড ভাঙ্গেন রোহিত। ২৭৭ ম্যাচের ২৬৯ ইনিংসে রোহিতের ছক্কা এখন ৩৫২টি।
রোহিত ফেরার পর দ্রুত ২ উইকেট হারায় ভারত। ঋুতুরাজ গায়কোয়াড় ৮ ও ওয়াশিংটন সুন্দর ১৩ রানে আউট হন। পঞ্চম উইকেটে ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুলের সাথে ৭৬ রানের জুটিতে ভারতের বড় সংগ্রহ ভিত গড়েন কোহলি। এই জুটিতেই ওয়ানডেতে ৫২তম সেঞ্চুরির স্বাদ নেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ষষ্ঠ সেঞ্চুরির নজির গড়েন কোহলি। এক্ষেত্রে স্বদেশি শচীন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের পাঁচ সেঞ্চুরি পেছনে পড়ে গেল।
শেষ পর্যন্ত ১১টি চার ও ৭টি ছক্কায় ১২০ বলে ১৩৫ রান করেন কোহলি। ষষ্ঠ উইকেটে রাহুল ও রবীন্দ্র জাদেজার ৩৬ বলে ৬৫ রানের ঝড়ো জুটিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৯ রানের বড় সংগ্রহ পায় ভারত। রাহুল ৬০ ও জাদেজা ৩২ রান করেন।
জবাবে ১১ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর চতুর্থ উইকেটে টনি ডি জর্জির সাথে ৬৬, পঞ্চম উইকেটে ডেওয়াল্ড ব্রেভিসের সাথে ৫৩ ও মার্কো জানসেনকে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে ৯৭ রান যোগ করেন ম্যাথু ব্রিটস্কি। এতে ৩৩ ওভারে ৫ উইকেটে ২২৭ রান পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
জর্জি ৩৯, ব্রেভিস ৩৭, ব্রিটস্কি ৭২ ও জানসেন ৬৭ রানে আউট হলে, ম্যাচ থেকে ছিটকে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে এক প্রান্ত আগলে প্রোটিয়াদের জয়ের আশা বাঁচিয়ে রাখেন কর্বিন বশ। কিন্তু বশের ৫১ বলে ৬৭ রানের ইনিংসেও হার এড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৪৯.২ ওভারে ৩৩২ রানে গুটিয়ে যায় তারা।
স্পিনার কুলদীপ যাদব ৪টি ও পেসার হার্ষিত রানা ৩ উইকেট নেন। ভারতের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন কোহলি।
আগামী ৩ ডিসেম্বর রায়পুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে দু’দল।