শিরোনাম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৫ (বাসস) : ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। ফলে দলকে দ্বিতীয় টেস্টেও নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।
দলের দুই সেরা পেসার কামিন্স-জশ হ্যাজেলউডকে ছাড়াই পার্থে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। ঐ ম্যাচের ১৪ সদস্যের স্কোয়াড নিয়েই ব্রিজবেনে দিবা-রাত্রির টেস্ট খেলতে নামবে অসিরা।
চার মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমে পিঠের নিচের দিকে ইনজুরিতে পড়েন কামিন্স। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি হ্যাজেলউড।
পার্থ টেস্টের পর নেটে বোলিং অনুশীলনে ফিরেছেন কামিন্স। কিন্তু ম্যাচ খেলার জন্য এখনও ফিটনেস ফিরে পাননি তিনি।
তবে দলের সাথে থেকে অনুশীলন চালিয়ে যাবেন কামিন্স। তৃতীয় টেস্টের আগে সেরে উঠতে পারেন তিনি।
কামিন্স না থাকায় দ্বিতীয় টেস্টেও খেলা নিশ্চিত ব্রেন্ডান ডগেটের। পার্থে অভিষেক টেস্টের দুই ইনিংসে ৫ উইকেট নিয়েছেন এই পেসার।
পিঠের ইনজুরির কারণে পার্থ টেস্টের দুই ইনিংসেই ওপেন করতে পারেননি খাজা। তবে দ্বিতীয় টেস্টের দলে রাখা হয়েছে খাজাকে। ঐ ম্যাচে না খেলা জশ ইংলিশ, বাউ ওয়েবস্টার ও মাইকেল নেসারকে দলে রেখেছে অস্ট্রেলিয়া।
আগামী ৪ ডিসেম্বর ব্রিজবেনে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
অস্ট্রেলিয়া দল : স্টিভেন স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিঁও, মাইকেল নেসার, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারল্ড, বিউ ওয়েবস্টার।