শিরোনাম

ঢাকা, ২৭ নভেম্বর ২০২৫ (বাসস) : ঘরের মাঠে টেস্ট ফরম্যাটে সময়টা ভাল যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দলের। সর্বশেষ তিন সিরিজের দু’টিতেই হোয়াইটওয়াশ টিম ইন্ডিয়া। গেল বছরের অক্টোবরে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজে এবং গতকাল বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় ভারত।
নিজেদের টেস্ট ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয় ভারত। সর্বপ্রথম ২০০০ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছিল টিম ইন্ডিয়া।
অথচ ঘরের মাঠে টানা ১৮ সিরিজ জয়ের অনন্য রেকর্ড আছে ভারতের। নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের আগে টানা ১৮টি টেস্ট সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া।
হঠাৎ করে ভারতের এমন বাজে পারফরমেন্সে হতাশ দেশটির কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। ভারত টেস্ট দলের বাজে পারফরমেন্সের ‘পোস্টমর্টেম’ করা দরকার বলে মনে করেন তিনি।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘টেস্ট পর্যায়ে ভারতের কোন জায়গায় ঘাটতি হয়েছে, সেটির পোস্টমর্টেম করতে হবে।’
ভারতের সাবেক কোচ ও সাবেক ক্রিকেটারদের পরামর্শ নেওয়ার আহ্বানও জানিয়েছেন গাভাস্কার। তিনি বলেন, ‘প্রয়োজনে দলের বাইরে থেকে পরামর্শ নিন। ভারতের সর্বশেষ দুই কোচ- রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড়ের পাশাপাশি অতীতে দায়িত্ব পালন করা অনিল কুম্বলের পরামর্শ নিন। সেই সাথে সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকারকে নিয়ে বসুন এবং পরের পাঁচ বছরের রোডম্যাপ ঠিক করুন।’
কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর গৌতম গম্ভীরের অধীনে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয় ভারত। তাই ভারতের ব্যর্থতার পেছনে গম্ভীরের সমালোচনায় মেতে উঠেছেন সাবেক ক্রিকেটাররা।
কিন্তু গাভাস্কার মনে করেন, মাঠে খেলোয়াড়দের আরও বেশি দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, ‘দল তৈরি করে দিতে পারে কোচ। কিন্তু মাঠে খেলতে হবে খেলোয়াড়দের।’
গম্ভীরের অধীনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ জয়ের সুখস্মৃতি মনে করিয়ে দেন গাভাস্কার। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ জয়ের কৃতিত্ব যদি গাভাস্কারকে না দেওয়া হয় তাহলে কেন ব্যর্থতার দায় তার উপর দেওয়া হবে।’