শিরোনাম

ঢাকা, ২৭ নভেম্বর ২০২৫ (বাসস) : দু’দিন ও ৮৪৭ বল লড়াই হবার পর পার্থে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজের প্রথম টেস্ট শেষ হয়। এমন টেস্টের উইকেটকে ‘খুব ভাল’ রেটিং দিয়েছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বোলারদের দাপটে ১৯ উইকেটের পতন হয়। প্রথম দিন খেলা হয় ৪৩১ বল এবং স্কোরবোর্ডে রান উঠে ২৯৫। দ্বিতীয় দিন পতন হয় ১২ উইকেট, খেলা হয় ৪১৬ বল ও রান উঠে ৩৭৮।
১ লাখ ১ হাজার ৫শ ১৪জন দর্শকের উপস্থিতিতে টেস্টের ইতি ঘটে দ্বিতীয় দিনের শেষ সেশনে। ১৩৭ বছরের অ্যাশেজের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ। বল বিবেচনায় অস্ট্রেলিয়ায় সবচেয়ে অল্প সময়ে শেষ হওয়া টেস্ট ম্যাচগুলোর মধ্যে এটি দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়। এর চেয়ে কম বলে অ্যাশেজ টেস্ট শেষ হয়েছে ১৯৩২ সালে, ৬৫৬ বলে।
তারপরও এমন উইকেটকে নিজের প্রতিবেদনে ‘খুব ভাল’ রেটিং দিয়েছেন পার্থ টেস্টের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। তার আনুষ্ঠানিক প্রতিবেদনে পিচকে বলা হয়েছে ‘খুব ভালো।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ অব ক্রিকেট জেমস অলসপ বলেন, ‘তৃতীয় ও চতুর্থ দিনের টিকিট যাদের হাতে ছিল সেই দর্শকদের জন্য বিষয়টি অবশ্যই হতাশার। কিন্তু এই দু’দিনে আমরা দুর্দান্ত ক্রিকেট দেখেছি, তা অ্যাশেজে নতুন প্রাণ ফিরিয়ে এনেছে।’
৮ উইকেটে টেস্ট জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। পুরো টেস্ট জুড়ে বোলারদের দাপট থাকলেও, দ্বিতীয় দিনের শেষ সেশনে ব্যাট হাতে চমক দেখিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড। ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২০৫ রানের টার্গেটকে সামনে নিয়ে ওপেনার হিসেবে খেলতে নেমে সেঞ্চুরি করেন হেড। ১৬টি চার ও ৪টি ছক্কায় ৮৩ বলে ১২৩ রান করেন তিনি।
মাত্র ৬৯ বলে সেঞ্চুরি করে অ্যাশেজের রেকর্ড বইয়ে দ্বিতীয় স্থানে নাম তুলেন হেড। অ্যাশেজের ইতিহাসে ৫৭ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের মালিক অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার এডাম গিলক্রিস্ট।
তবে প্রথম ইনিংসে ৫৮ রানে ৭ এবং দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক।