বাসস
  ২৬ নভেম্বর ২০২৫, ১৯:৫৮

১৯ ডিসেম্বর শুরু বিপিএল

ঢাকা, ২৬ নভেম্বর ২০২৫ (বাসস) : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হবে বলে নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ১৬ জানুয়ারি ফাইনাল দিয়ে বিপিএল টুর্নামেন্টের পর্দা নামবে।

আসন্ন আসরে মোট ছয়টি দল অংশ নেবে। তবে গভর্নিং কাউন্সিল আগে জানিয়েছিল, পাঁচ দল নিয়ে আগামী আসর অনুষ্ঠিত হবে। নতুন দল হিসেবে সদ্য টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে।  

পুরাতন ফ্র্যাঞ্চাইজি হিসেবে আগামী আসরে থাকছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটাল। নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে এবারের আসরে জায়গা করে নিয়েছে তিন দল। দলগুলো হচ্ছে- সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্স।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু আজ সংবাদমাধ্যমকে জানান, বিপিএলে মোট ৫শ জন বিদেশী খেলোয়াড় খেলার আগ্রহ দেখিয়েছিল। সেখান থেকে ২৫০জনকে বেছে নেওয়া হয়েছে।

দলের সংখ্যা বাড়ানোর বিষয়ে মিঠু আরও বলেন, ‘আরও বেশি স্থানীয় খেলোয়াড়দের রাখার জন্য আমরা ফ্র্যাঞ্চাইজির সংখ্যা পাঁচ থেকে ছয় দলে বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এছাড়া সূচীও একটি বড় বিষয়। কারণ মাত্র পাঁচ দল নিয়ে প্রতিদিন দু’টি ম্যাচ আয়োজন করা কঠিন।’

আগামী ৩০ নভেম্বর রাজধানীর একটি স্থানীয় হোটেলে বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যেই দল সাজানো শুরু করেছে দলগুলো। তাসকিন আহমেদ এবং সাইফ হাসানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটাল। পাশাপাশি বিদেশী কিছু খেলোয়াড়কেও নিশ্চিত করেছে তারা।

নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিমকে সরাসরি চুক্তি করেছে রাজশাহী। সিলেট দলে নিয়েছে নাসুম আহমেদ এবং মেহেদি হাসান মিরাজকে। সরাসরি চুক্তিতে নুরুল হাসান সোহান এবং মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স।

তানভীর ইসলাম এবং মেহেদী হাসানকে সরাসরি চুক্তি করেছে চট্টগ্রাম রয়্যালস।