বাসস
  ২৬ নভেম্বর ২০২৫, ১৬:৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশ

ঢাকা, ২৬ নভেম্বর ২০২৫ (বাসস) : আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলংকার মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেন্সে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। 

গতকাল মুম্বাইয়ে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠেয় ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আগামী আসরে চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ২০টি দল অংশ নেবে। ‘এ’ গ্রুপে আছে- বর্তমান চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া।

‘বি’ গ্রুপে থাকছে- শ্রীলংকা. অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান।

‘সি’ গ্রুপে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, নেপাল ও নবাগত ইতালি।

‘ডি’ গ্রুপে রাখা হয়েছে- নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। 

ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর কলকাতায় ৯ ফেব্রুয়ারি নবগাত ইতালির মুখোমুখি হবে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

প্রতি গ্রুপ থেকে শীর্ষ দু’টি করে দল সুপার এইট পর্বে জায়গা করে নেবে। গ্রুপ পর্বের সেরা আট দল দুই গ্রুপে ভাগ হয়ে সুপার এইটে খেলবে। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুপার এইট। সুপার এইটে দুই গ্রুপের সেরা চার দল সেমিফাইনালে খেলার টিকিট পাবে। ৪ ও ৫ মার্চ দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। 
৮ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের। 

ভারতের পাঁচটি ও শ্রীলংকার তিনটি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হল- আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়াম, চেন্নাই এমএ চিদাম্বারাম স্টেডিয়াম, দিল্লি অরুন জেটলি স্টেডিয়াম, মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন্স, কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়াম, সিংহলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড ও ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম।

পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলংকার মাটিতে। পাকিস্তান যদি সেমিফাইনাল ও ফাইনালে খেলার সুযোগ পায়, তাহলে ঐ দু’টি ম্যাচ হবে কলম্বোয়। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ :
গ্রুপ ‘এ’ : ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, নামিবিয়া
গ্রুপ ‘বি’ : অস্ট্রেলিয়া, শ্রীলংকা, জিম্বাবুয়ে, ওমান, আয়ারল্যান্ড,
গ্রুপ ‘সি’ : বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল, ইতালি
গ্রুপ ‘ডি’ : দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত
টি-২০ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচী :
৭ ফেব্রুয়ারি : পাকিস্তান-নেদারল্যান্ডস (কলম্বো)
ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ (কলকাতা)
ভারত-যুক্তরাষ্ট্র (মুম্বাই)
৮ ফেব্রয়ারি : নিউজিল্যান্ড-আফগানিস্তান (চেন্নাই)
ইংল্যান্ড-নেপাল (মুম্বাই)
শ্রীলংকা-আয়ারল্যান্ড (কলম্বো)
৯ ফেব্রুয়ারি : বাংলাদেশ-ইতালি (কলকাতা)
জিম্বাবুয়ে-ওমান (কলম্বো)
দক্ষিণ আফ্রিকা-কানাডা (আহমেদাবাদ)
১০ ফেব্রুয়ারি : নেদারল্যান্ডস-নামিবিয়া (দিল্লি)
নিউজিল্যান্ড-আরব আমিরাত (চেন্নাই)
পাকিস্তান-যুক্তরাষ্ট্র (কলম্বো)
১১ ফেব্রুয়ারি : দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান (আহমেদাবাদ)
অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড (কলম্বো)
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ (মুম্বাই)
১২ ফেব্রুয়ারি : শ্রীলংকা-ওমান (ক্যান্ডি)
নেপাল-ইতালি (মুম্বাই)
ভারত-নামিবিয়া (দিল্লি)
১৩ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে (কলম্বো)
কানাডা-আরব আমিরাত (দিল্লি)
যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডস (চেন্নাই)
১৪ ফেব্রুয়ারি : আয়ারল্যান্ড-ওমান (কলম্বো)
ইংল্যান্ড-বাংলাদেশ (কলকাতা)
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা (আহমেদাবাদ)
১৫ ফেব্রুয়ারি : ওয়েস্ট ইন্ডিজ-নেপাল (মুম্বাই)
যুক্তরাষ্ট্র-নামিবিয়া (চেন্নাই)
ভারত-পাকিস্তান (কলম্বো)
১৬ ফেব্রুয়ারি : আফগানিস্তান-আরব আমিরাত (দিল্লি)
ইংল্যান্ড-ইতালি (কলকাতা)
অস্ট্রেলিয়া-শ্রীলংকা (ক্যান্ডি)
১৭ ফেব্রুয়ারি : নিউজিল্যান্ড-কানাডা (চেন্নাই)
আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে (ক্যান্ডি)
বাংলাদেশ-নেপাল (মুম্বাই)
১৮ ফেব্রুয়ারি : দক্ষিণ আফ্রিকা-আরব আমিরাত (দিল্লি)
পাকিস্তান-নামিবিয়া (কলম্বো)
ভারত-নেদারল্যান্ডস (আহমেদাবাদ)
১৯ ফেব্রুয়ারি : ওয়েস্ট ইন্ডিজ-ইতালি (কলকাতা)
শ্রীলংকা-জিম্বাবুয়ে (কলম্বো)
আফগানিস্তান-কানাডা (চেন্নাই)
২০ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া-ওমান (ক্যান্ডি)
সুপার এইট : ২১ ফেব্রুয়ারি থেকে পহেলা মার্চ
সেমিফাইনাল : 
৪ মার্চ : প্রথম সেমিফাইনাল (কলকাতা/কলম্বো)
৫ মার্চ : দ্বিতীয় সেমিফাইনাল (মুম্বাই)
৮ মার্চ : ফাইনাল (আহমেদাবাদ/কলম্বো)

বাসস/এএমটি/১৬২৯/নীহা