বাসস
  ২৫ নভেম্বর ২০২৫, ১৮:৩৩

আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

ঢাকা, ২৫ নভেম্বর ২০২৫ (বাসস) : আগামীকাল ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। 

ত্রিদেশীয় সিরিজ উপলক্ষে আজ জাতীয় স্টেডিয়ামে কনফারেন্স রুমে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘আমি আগেও বলেছি আজারবাইজান ও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। তাদের বিরুদ্ধে কিভাবে খেলবো সে সম্পর্কে কোচ ইতোমধ্যেই আমাদের নির্দেশনা দিয়েছেন। ইনশাআল্লাহ টুর্নামেন্টে আমরা ভাল কিছু করে দেখাবো ও দেশকে ভাল ফুটবল উপহার দিব।’

থাইল্যান্ডের বিপক্ষে সাম্প্রতীক দুই ম্যাচের প্রীতি সিরিজে বাংলাদেশ যে ভুলগুলো করেছে সেগুলো শুধরে ওঠা জরুরী বলেও মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক।

থাইল্যান্ডের মাটিতে গত মাসে দুটি প্রীতি ম্যাচে বাংলাদেশ যথাক্রমে ৩-০ ও ৫-১ গোলে পরাজিত হয়েছে। সাম্প্রতিক এই পারফরমেন্সের বিষয়ে আফঈদা বলেন, ‘আমরা ভুল থেকে শিক্ষা নেবার চেষ্টা করছি। থাইল্যান্ডের বিপক্ষে যা হয়েছে আশা করছি সেই ভুল আবারো হবে না।’

জাতীয় দলের বেশ কয়েকজন খেরোয়াড় ভূটানে নারী লিগে খেলছে। খেলোয়াড়দের অনিয়মিত উপস্থিতি পুরো দলের পারফরমেন্সে কোন নেতিবাচক প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের উত্তরে আফঈদা বলেন যারা ভূটানের লিগে খেলেছে তারা ইতোমধ্যেই ক্যাম্পে যোগ দিয়েছে। গত ২৫ দিন যাবত তারা এই ত্রিদেশীয় সিরিজের জন্য প্রস্তুতি নিয়েছে। এখন দলের সকলের মধ্যে দারুন একটি সমঝোতা রয়েছে।

র‌্যাঙ্কিংয়ের উপরে থাকা আজারবাইজান পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে আসেনি। কারন পেশাদার দায়িত্বের কারনে দলের ১৫জন খেলোয়াড় বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে। এই বিষয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, সিরিজে কোন দল কিভাবে এসেছে এটা কোন বিষয় নয়, তারা বাংলাদেশের থেকে র‌্যাঙ্কিংয়ে উপরে রয়েছে। আমরা তাদের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেবার চেষ্টা করবো। 

আজারবাইজানের প্রধান কোচ সিয়াসাত আসগারোভ বলেছেন, ‘এই ধরনের বড় একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রথমে আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এশিয়ায় এই প্রথমবারের মত আমাদের খেলার অভিজ্ঞতা হবে। যে কারনে পুরো দল দারুন খুশী এবং একইসাথে উত্তেজিত।’

বাংলাদেশ ও মালয়েশিয়ার খেলা পর্যালোচনা করে তিনি দলের প্রস্তুতি সম্পন্ন করেছেন। বাংলাদেশ দলের শেষ চারটি ম্যাচও দেখেছেন বলে উল্লেখ করেছেন আসগারোভ।

যদিও এই সিরিজের জন্য বিশেষ কোন প্রস্তুতি তারা গ্রহণ করেনি। কারন ফিফা উইন্ডোর কারনে দলের ১৫জন খেলোয়াড় বিদেশে বিভিন্ন ম্যাচে খেলছে। 

মালয়েশিয়ান নারী ফুটবল দলের কোচ জোয়েল করনেলি বলেছেন তারা বাংলাদেশ ও আজারবাইজানের মত শক্তিশালী দুটি দলের বিরুদ্ধে খেলতে এখানে এসেছেন।

বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে বেশ উন্নতি করেছে। সে কারনেই দুটি ভাল দলের বিপক্ষে খেলার সুযোগ তাদের জন্য সৌভাগ্যে এবং তারা ম্যাচগুলো উপভোগ করতে চান। 

সিরিজে মালয়েশিয়ার লক্ষ্য প্রসঙ্গে করনেলি বলেছেন মেয়েদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই ধরনের টুর্নামেন্ট সত্যিই কার্যকর। তিনি আশা করেন তার দল ভাল খেলবে এবং দুটি ম্যাচে জয়ী হবে। 

আগামী ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে। এর মাঝে ২৯ নভেম্বর মালয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামবে আজারবাইজান। 

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ এই ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে।

বাংলাদেশ দল : রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, নবীরন খাতুন, আফঈদা খন্দকার (অধিনায়), কোহাতি কিসকু, মামনী চাকমা, শামসুন্নাহার (সিনিয়র), মোসা: হালিমা আখতার, মোসা: জয়নব বিবি রিতা, শিউলি আজিম, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, মোসা: মুনকি আখতার, স্বপ্না রানি, উমেলা মার্মা, শাহেদা আক্তার রিপা, মোসা: সুলতানা, মোসা: সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), ঋতুপর্না চাকমা, সিনহা জাহান শিখা।

স্ট্যান্ডবাই : মোসা: রুমা আক্তার, তনিমা বিশ্বাস।