শিরোনাম

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : টানা দ্বিতীয় জয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল রংপুর বিভাগ।
এনসিএলের পঞ্চম রাউন্ডের ম্যাচে আজ রংপুর ৫ উইকেটে হারিয়েছে রাজশাহী বিভাগকে। ৫ ম্যাচে ২ জয় ও ৩ ড্র’তে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল রংপুর। সমানসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে রাজশাহী।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেট ১২ রান তুলেছিল রাজশাহী। এতে ১০ উইকেট হাতে নিয়ে ২২ রানে এগিয়ে ছিল তারা।
তৃতীয় দিন উদ্বোধনী জুটিতে ৪৮ রান যোগ হবার পরও রংপুরের তিন পেসারের বোলিং তোপে পড়ে ৩৭.১ ওভারে ১১৯ রানে অলআউট হয় রাজশাহী। ফলে জয়ের জন্য ১৩০ রানের টার্গেট পায় রংপুর।
রংপুরের তিন পেসার মেহেদি হাসান ২৬ রানে ৪টি, রবিউল হক ৪৬ রানে ও মুকিদুল ইসলাম ২৯ রানে ৩টি করে উইকেট নেন।
১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫৯ রানে ৫ উইকেট হারায় রংপুর। এরপর ৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে রংপুরের জয় নিশ্চিত করেন নাসির হোসেন ও অধিনায়ক তানবীর হায়দার।
৬৪ বলে নাসিরের গড়া ৫২ রানের অনবদ্য ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা ছিল। ৪টি চারে ৩৪ বলে ২৮ রান তুলে অপরাজিত থাকেন তানবীর।
প্রথম ইনিংসে ৪২ রানে ৫ উইকেট ও ব্যাট হাতে ২৯ রান এবং দ্বিতীয় ইনিংসে ২৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রংপুরের মুকিদুল।