বাসস
  ২৩ নভেম্বর ২০২৫, ২০:০৭

প্রথমবার টি-টোয়েন্টি দলে মাহিদুল, নেই তাসকিন-শামীম

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৫ (বাসস) : আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি দলে নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কন।

দলে ফেরানো হয়েছে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনকে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও শামীম হোসেন।

চলতি বছর টি-টোয়েন্টিতে বাংলাদেশের সফলতম পেসার তাসকিন। ১৩ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছেন তিনি। বর্তমানে আবু ধাবি টি-টেন ক্রিকেটে নর্দান ওয়ারিয়র্সের হয়ে খেলছেন তাসকিন। ঐ টুর্নামেন্টে খেলার জন্য তাসকিনের অনাপত্তি পত্রের মেয়াদ বাড়ানো হয়েছে। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে রাখা হয়নি তাসকিনকে। 

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাট হাতে ভাল করতে পারেননি শামীম। দুটি টি-টোয়েন্টি খেলে মাত্র ২ রান করেন তিনি।

বাংলাদেশের হয়ে ইতোমধ্যে ১টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলেছেন মাহিদুল। চলতি এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তিন ইনিংসে অপরাজিত ২৭, ৮ ও ১ রান করেছেন তিনি।

আফগানিস্তান সিরিজে সর্বশেষ বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাইফ উদ্দিন। ঐ সিরিজে শেষ দুই ম্যাচ খেলার সুযোগ পান তিনি। দ্বিতীয় ম্যাচে ২২ রান খরচ করেও উইকেট শিকার করতে পারেননি সাইফ উদ্দিন। তবে শেষ ম্যাচে ১৫ রানে ৩ উইকেট নেন এই পেসার। তারপরও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে জায়গা হয়নি তার। এখন পর্যন্ত দেশের হয়ে ৪৫ টি-টোয়েন্টিতে ৫০ উইকেট ও ২৫৫ রান করেছেন সাইফ উদ্দিন।

আগামী ২৭ নভেম্বর থেকে চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিরিজের শেষ দুই ম্যাচ হবে যথাক্রমে- ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।

আয়ারল্যান্ডের সিরিজে প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশ টি-টোয়েন্টি দল : লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফ উদ্দিন।