বাসস
  ২৩ নভেম্বর ২০২৫, ১৯:৫৫

বিশ্বকাপে তৃতীয় বাংলাদেশ, অধিনায়কের অবসর

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৫ (বাসস) : মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে রোববার দ্বিতীয় সেমিফাইনালে ২৫-১৮ পয়েন্টে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন চাইনিজ তাইপের কাছে হেরে গেছে ‘এ’ গ্রুপের রানার্স-আপ বাংলাদেশ। আগামীকাল ফাইনালে চাইনিজ তাইপের প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।

২০১২ সালে পাটনায় অনুষ্ঠিত প্রথম নারী বিশ্বকাপে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। এবার স্বাগতিকরা তৃতীয় স্থান নিয়ে আসর শেষ করল। প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে ১২ পয়েন্টের ব্যবধানে হেরেছে ইরান, চাইনিজ তাইপের কাছে বাংলাদেশের হারের ব্যবধান ছিল ৭। প্রথম আসরের তুলনায় দুই ধাপ উন্নতি করল বাংলাদেশ।

বিশ্বকাপ শুরুর আগেই অবসরের ঘোষনা দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক রূপালী আক্তার। আজকের ম্যাচের শুরুতে তাকে বিদায় জানিয়েছে কাবাডি ফেডারেশন। কাবাডিতে অবসরের সময় খেলোয়াড়দের বিদায় দেওয়াটা খানিকটা ব্যতিক্রম ভাবেই হয়।। জাতীয় পুরুষ দলের অধিনায়ক আরদুজ্জামান মুন্সির মতো নারী দলের অধিনায়ক রূপালী আক্তারও রাজসিক বিদায় পেয়েছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশ-চাইনিজ তাইপে সেমিফাইনাল শুরুর আগে বিদায়ী মুকুট পড়িয়ে দিয়েছেন ৩৪ বছর বয়সী বাংলাদেশ অধিনায়ক রূপালীর মাথায়। ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ ‘হ্যাপি রিটায়ারমেন্ট’ লেখা শ্যাষে পড়িয়ে দিয়েছেন তাকে।

সেমিফাইনালে প্রথম রেইডে ব্যর্থ হন আন্তর্জাতিক কাবাডিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামা বাংলাদেশ অধিনায়ক রূপালী আক্তার। পরে ট্যাকলে পয়েন্ট হারান স্মৃতি আক্তারও। এগিয়ে যায় চাইনিজ তাইপে। তৃতীয় মিনিটে বোনাস পয়েন্ট নিয়ে খাতা খোলে বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে সময় নিল না তারা। অষ্টম মিনিটে শ্রাবণী মল্লিকের সফল রেইডে ৫-৪ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

২০১২ সালের নারী কাবাডি বিশ্বকাপের প্রথম আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া চাইনিজ তাইপে এবারের আসরে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে আসা দলটি বাংলাদেশের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে ৯-৮ পয়েন্টে এগিয়ে থেকে। ব্যবধান আরও বাড়তে পারত, বিরতির বাঁশি বাজার আগ মুহূর্তে সুপার ট্যাকলে ২ পয়েন্ট তুলে বাংলাদেশ ব্যবধান কমিয়ে প্রথমার্ধ শেষ করে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান ঘুঁচিয়ে ১০-৮ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ। চাইনিজ তাইপেও পাল্টা আঘাতে ১০-১০ সমতায় ফিরে। সময় গড়ানোর সাথে সাথে আধিপত্য বাড়তে থাকে চাইনিজ তাইপের। এ অর্ধের পঞ্চম মিনিটে বাংলাদেশকে অল আউট করে তারা এগিয়ে যায় ১৫-১২ পয়েন্টে। বাকিটা সময়ে দাপট ধরে রেখে ২৫-১৮ পয়েন্টে জয় তুলে নেয় চাইনিজ তাইপে।

সোমবার ফাইনালে চাইনিজ তাইপে মুখোমুখি হবে ২০১২ সালের নারী কাবাডি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারতের। এবারের আসরের প্রথম সেমিফাইনালে ভারত হারায় ইরানকে।

বাংলাদেশ অধিনায়ক রূপালী আক্তার ম্যাচ শেষে বলেছেন, ‘ফেডারেশন, সতীর্থরা যেভাবে বিদায় দিয়েছে, তাতে একটু আবেগাক্রান্ত হয়ে পড়েছিলাম ম্যাচের শুরুতে। আসলে অনেক দিন ধরে কাবাডির সাথে আছি তো, তাই। ক্যারিয়ারের কোনো কিছু নিয়ে খারাপ লাগা নেই সেরকম। প্রতিযোগিতামূলক কাবাডি আর খেলা হবে না, তবে কোনো না কোনভাবে কাবাডির সাথেই থাকব। এটা আমার ভালোবাসার জায়গা।

চাইনিজ তাইপে আমাদের চেয়ে অনেক শক্তিশালী। ওরা ইরানকে ১০ পয়েন্টের ব্যবধান হারিয়েছিল। সে হিসাবে আমরা ওদের কাছে ৭ পয়েন্টে হেরেছি। ফাইনালে উঠতে পারলে অবশ্যই ভালো লাগত। তবে আমরা ব্রোঞ্জ পেয়েছি, এটাও কম নয়।

বাংলাদেশের আরেক খেলোয়াড় স্মৃতি আক্তার বলেন, ‘আমরা অনেক ভালো লড়াই করেছি। চাইনিজ তাইপে অনেক ভালো দল। ওরা ইরানকে হারিয়েছে। আমাদের থেকেও ওরা ভালো। তারপরও আমরা ভালো খেলার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের জেতার লক্ষ্য ছিল তবে পারিনি। ওদের টেকনিক, গতি, মুভমেন্ট অনেক ভালো ছিল। মূলত টেকনিক্যাল দিক দিয়েই ওদের কাছে আমরা হেরে গেছি। তারপরও আমরা সন্তুষ্ট যে প্রথমবারের মত আমরা একটা পদক পেয়েছি। আরও ভাল লাগতো যদি ফাইনালে যেতে পারতাম। এরকম আসর থেকে অনেক প্রাপ্তি আছে। এই আসরের পর আরও অনেক মেয়েরা কাবাডিতে আগ্রহী হবে। এটা আমাদের জাতীয় খেলা, সেই খেলায় দেশকে একটা পদক দিতে পেরেছে, এটাই বড় দিক। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। সেটা পারলে হয়তো একটা সময় আমরা ফাইনালে লড়তে পারবো।

ফাইনাল নিশ্চিত করা চাইনিজ তাইপের কোচ ডেভিড সাই বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আজকে যে ভুলত্রুটি আছে, সেগুলো নিয়ে আলোচনা করবো ফাইনাল ম্যাচকে সামনে রেখে। আমরা ভারতের সঙ্গে এর আগে এশিয়ান গেমসে মুখোমুখি হয়েছিলাম। প্রথম ম্যাচে ড্র ও পরের ম্যাচে এক পয়েন্টে হেরেছিলাম। আমরা এখানে সোনার পদকের জন্য এসেছি। তবে আমাদের মূল লক্ষ্য এশিয়ান গেমস। এই টুর্নামেন্টটা হলো তার প্রস্তুতি পর্ব। বাংলাদেশ আজকে ভালো খেলেছে। তবে তাদের মধ্যে লড়াকু মানসিকতা কম দেখেছি। বিশেষ করে ডিফেন্সে ভালো করলেও রেইডে সেই লড়াকু মনোভাবটা দেখিনি।’