বাসস
  ২৩ নভেম্বর ২০২৫, ১২:২৪

জয়ের জন্য ২ উইকেট প্রয়োজন বাংলাদেশের

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের জন্য ২ উইকেট প্রয়োজন স্বাগতিক বাংলাদেশের।

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৫০৯ রানের লক্ষ্যে পঞ্চম দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৮ উইকেটে ২৬৩ রান করেছে সফরকারী আয়ারল্যান্ড। ২ উইকেট হাতে নিয়ে আরও ২৪৬ রান করতে হবে আইরিশদের।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান করেছিল আয়ারল্যান্ড। টেস্টের শেষ দিন জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৪ উইকেট এবং আয়ারল্যান্ডের আরও ৩৩৩ রান।

পঞ্চম দিনের ১৪তম ওভারে আয়ারল্যান্ডের সপ্তম উইকেট শিকার করেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। এন্ডি ম্যাকব্রিনকে ২১ রানে আউট করেন তিনি। এই শিকারের মাধ্যমে টেস্টে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তাইজুল।

এরপর অষ্টম উইকেটে ৪৮ রান যোগ করে আয়ারল্যান্ডের রান ২শ পার করেন কার্টিস ক্যাম্ফার ও জর্ডান নিল। ৩০ রান করা নিলকে থামিয়ে জুটি ভাঙ্গেন স্পিনার মেহেদি হাসান মিরাজ।

দলীয় ২৩৭ রানে নিল ফেরার পর ৬৯ বলে ২৬ রানের অবিছিন্ন জুটিতে দিনের প্রথম সেশন শেষ করেন ক্যাম্পার ও গ্যাভিন হোয়ে। ক্যাম্পার ৬৩ ও হোয়ে ১৮ রনে অপরাজিত আছেন।

বাংলাদেশের তাইজুল ৪টি, মুরাদ ২টি ও খালেদ-মিরাজ ১টি করে উইকেট নেন।