শিরোনাম

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : নারী কাবাডি বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে নেপালকে পাত্তাই দিল না ইরান। দাপুটে ম্যাচ খেলে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশটি।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শনিবার নেপালকে ৩৯-১১ পয়েন্টে হারায় ইরান। প্রথমার্ধে দলটি এগিয়ে ছিল ২৪-৩ ব্যবধানে।
টানা তিন জয়ের পর সবশেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে হেরেছিল ইরান। নেপালকে হারিয়ে আবার জয়ে ফিরল তারা।
ছয় মিনিটের মধ্যে নেপালকে অল আউট করে ইরান এগিয়ে যায় ১০-১ পয়েন্টে। দ্বাদশ মিনিটে নেপালকে আবারও অল আউট করে ২০১২ বিশ্বকাপের রানার্সআপরা। তখন তারা এগিয়ে ছিল ২৪-৩ পয়েন্টে। প্রথমার্ধ ইরান শেষ করে ২১ পয়েন্ট এগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে।
দ্বিতীয়ার্ধও ছিল একপেশে। জয় অনেকটাই নিশ্চিত হয়ে যাওয়ায় ইরান এ অর্ধে পয়েন্টের জন্য মরিয়া হয়ে ওঠেনি। এ অর্ধে তারা ১৫ পয়েন্ট তুলে জয় নিশ্চিত করে। নেপাল তুলতে পারে ৮ পয়েন্ট।