বাসস
  ২২ নভেম্বর ২০২৫, ১১:৫৮

৪৯১ রানে এগিয়ে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ নভেম্বর ২০২৫ (বাসস) : আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৭ উইকেট হাতে নিয়ে ৪৯১ রানে এগিয়ে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে পাওয়া ২১১ রানে লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৮০ রান করে চতুর্থ দিনের প্রথম সেশন শেষ করেছে টাইগাররা। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের তৃতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ৩৬৭ রানে এগিয়ে ছিল বাংলাদেশ। ২১১ রানে লিডের সাথে দ্বিতীয় ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৫৬ রান করেছিল টাইগাররা। সাদমান ইসলাম ৬৯ ও মোমিনুল হক ১৯ রানে অপরাজিত ছিলেন। 

চতুর্থ দিনের চতুর্থ ওভারে আউট হন সাদমান। ৭টি চারে ৭৮ রান করেন তিনি। চার নম্বরে নেমে আবারও ব্যর্থ হন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১ রানে সাজঘরে ফিরেন টাইগার দলনেতা। 

১৭৪ রানে তৃতীয় উইকেট পতনের পর মোমিনুলের সাথে জুটি বাঁধেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। ১০৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের প্রথম সেশন শেষ করেছেন তারা। মোমিনুল ৭৯ ও মুশফিক ৪৪ রানে অপরাজিত আছেন। 

আয়ারল্যান্ডের জর্ডান নিল-এন্ডি ম্যাকব্রিন ও গ্যাভিন হোয়ে ১টি করে উইকেট নিয়েছেন।