শিরোনাম

ঢাকা, ২১ নভেম্বর ২০২৫ (বাসস) : দুই পেসার অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও ইংল্যান্ডের বেন স্টোকসের বিধ্বংসী বোলিংয়ে আজ থেকে শুরু হওয়া অ্যাশেজ সিরিজের প্রথম দিন ১৯ উইকেটের পতন হয়েছে।
স্টার্ক তোপে প্রথমে ব্যাট করতে নামা ইংল্যান্ড অলআউট হয়েছে ১৭২ রানে। এরপর স্টোকসের তোপে পড়ে ১২৩ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। ১ উইকেট হাতে নিয়ে ৪৯ রানে পিছিয়ে অসিরা।
পার্থে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে স্টার্কের তোপে ৩৯ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। জ্যাক ক্রলি ও জো রুট কোনো রান না করেই এবং বেন ডাকেট ২১ রানে স্টার্কের শিকার হন।
শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে চতুর্থ উইকেটে ৫৫ রানের জুটি গড়েন ওলি পোপ ও হ্যারি ব্রুক। পোপ ৪৬ রানে থামলেও, হাফ-সেঞ্চুরি পূর্ণ করে ৫৫ রানে থামেন ব্রুক।
পোপ-ব্রুক ফেরার পর আরও ৪ উইকেট শিকার করে ইংল্যান্ডকে ১৭২ রানে গুটিয়ে দেন স্টার্ক। ১২ দশমিক ৫ ওভার বল করে ৫৮ রানে ৭ উইকেট নেন তিনি। ১০১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটিই সেরা বোলিং ফিগার স্টার্কের। পাশাপাশি ১২তম পেসার হিসেবে অ্যাশেজে ১শ উইকেট পূর্ণ করেন এই বাঁ-হাতি পেসার।
জবাব দিতে নেমে ইংল্যান্ডের দুই পেসার জোফরা আর্চার ও ব্রাইডন কার্সের তোপে ৩১ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। শুরুতেই বিপদে পড়া অসিদের চাপমুক্ত করেন ট্রাভিস হেড ও ক্যামেরুন গ্রিন। পঞ্চম উইকেটে ৪৫ রান যোগ করেন তারা।
এরপর স্টোকসের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে অস্ট্রেলিয়ার ৫ উইকেট শিকার করেন স্টোকস। এতে ১২৩ রানে নবম উইকেট হারায় স্বাগতিকরা।
অস্ট্রেলিয়ার হয়ে মিডল অর্ডারে হেড ২১. গ্রিন ২৪, অ্যালেক্স ক্যারি ২৬ ও স্টার্ক ১২ রান করেন।
৬ ওভার বল করে ২৩ রানে ৫ উইকেট নিয়েছেন স্টোকস। টেস্ট ক্রিকেটে ষষ্ঠবার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তিনি।