শিরোনাম

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : কেনিয়াকে হারিয়ে নারী কাবাডি বিশ্বকাপে জয়ে ফিরেছে নেপাল। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার আফ্রিকান দেশটিকে তারা হারিয়েছে ২৮-২১ পয়েন্টে।
জাঞ্জিবার ও পোল্যান্ডকে হারানোর পর চাইনিজ তাইপের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হেরেছিল নেপাল। এ নিয়ে চার ম্যাচে তিন জয় পেল দেশটি। অপরদিকে টানা তিন ম্যাচ হারল কেনিয়া। আগের দুই ম্যাচে দেশটি হেরেছিল চাইনিজ তাইপে ও ইরানের কাছে।
প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেছে দুই দল। প্রতিপক্ষকে অলআউট করার সম্ভাবনাও জাগিয়েছিল, কিন্তু পারেনি কেউই। ১৩-১১ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় নেপাল। ২ পয়েন্টে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা কেনিয়াকে ষষ্ঠ মিনিটে অলআউট করে নেপাল এগিয়ে যায় ২১-১৫ পয়েন্টে। ম্যাচের বাকি সময়েও কেনিয়া লড়াই জমিয়ে রাখে। উজ্জীবিত নেপাল শেষ পর্যন্ত ২৮-২১ পয়েন্টে জয় নিশ্চিত করে।