শিরোনাম

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : আগামী ৩০ নভেম্বর রাজধানীর স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি জানিয়েছে, সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় নিশ্চিত করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
বোর্ড জানায়, ‘সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয় নিশ্চিত করা এবং নিলাম প্রক্রিয়া আরও সুসংগঠিতভাবে আয়োজনের লক্ষ্যেই তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এর আগে নিলাম ২৩ নভেম্বর নির্ধারিত ছিল।
বিপিএলের আগে খেলোয়াড়দের নিলাম খুবই গুরুত্বপূর্ণ। কারণ নিলামের উপর নির্ভর করে আসন্ন মৌসুমের জন্য নিজ-নিজ দল গঠন করে ফ্র্যাঞ্চাইজিগুলো।