শিরোনাম

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : এশিয়া কাপ রাইজিং স্টার্স টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার কাছে ৬ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলংকা।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে হংকং ও আফগানিস্তানকে ৮ উইকেটের একই ব্যবধানে হারায় বাংলাদেশ। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে তারা।
গতরাতে দোহাতে টস জিতে প্রথমে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ৫১ রানে ৪ উইকেট পতনের পর সাহান আরাচ্চিগের হাফ-সেঞ্চুরির ইনিংসে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান তুলে শ্রীলংকা। আরাচ্চিগে ৫ চার ও ৩ ছক্কায় ৪৯ বলে ৬৯ রান করেন।
রিপন মন্ডল ও আবু হায়দার ২টি করে উইটে নেন।
জবাবে উপরের সারির চার ব্যাটারের ছোট-ছোট ইনিংসের উপর ভর করে ৩ উইকেটে ১শ রান স্পর্শ করে বাংলাদেশ। শেষ ৪ ওভারে ৫ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য ৪০ রান প্রয়োজন ছিল। শেষ ২৪ বল থেকে ৩৩ রান তুলে ম্যাচ হারে বাংলাদেশ। ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান করে তারা।
দলের পক্ষে ওপেনার হাবিবুর রহমান সোহান ১৪ বলে ২৭, জাওয়াদ আবরার ২৩ বলে ২৬ ও অধিনায়ক আকবর আলি ২৬ বলে ২৫ রান করেন। দুনিথ ওয়েলালাগে ১৯ রানে ৩ উইকেট নেন।
আগামীকাল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারত ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ।