শিরোনাম

ঢাকা, ১৯ নভেম্বর ২০২৫ (বাসস) : লিওনাইন চেস ক্লাবের আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতা অনুষ্ঠিত লিওনাইন ৩য় গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডের খেলা শেষে ভারতের আন্তর্জাতিক মাস্টার আরিয়ান ভার্সানী সাড়ে চার পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। তিন পয়েন্ট করে নিয়ে ৪জন খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। তারা হলেন : আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, উজবেকিস্তানের গ্র্যান্ড মাস্টার আবদিসালিমভ আবদিমালিক, ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার ইয়েন ডাক হোয়া ও ভারতের ফিদে মাস্টার পানিসার বেদান্ত।
পঞ্চম রাউন্ডের খেলা আজ বুধবার ধানমন্ডিস্থ নাসিম র্যাংগস স্কোয়ারে লেভেল-৯’এ লিওনাইন চেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়। পঞ্চম রাউন্ডের খেলায় আরিয়ান ভার্সানী ইয়েন ডাক হোয়ার সাথে ড্র করেন। আরিয়ান ভার্সানী কালো ঘুঁটি নিয়ে কুইনস গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির খেলায় ৫ চালে ইয়েন ডাক হোয়ার সাথে ড্র করেন।
মোহাম্মদ ফাহাদ ফিদে মাস্টার পানিসার বেদান্তকে পরাজিত করেন। ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে ইংলিশ ওপেনিং পদ্ধতিতে খেলে ৫৪ চালের মাথায় পানিসার বেদান্তের বিরুদ্ধে জয়ী হন।
গ্র্যান্ড মাস্টার আবদিসালিমভ আবদিমালিক গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তারকে পরাজিত করেন। আবদিসালিমভ সাদা ঘুঁটি নিয়ে ইংলিশ ওপেনিং পদ্ধতিতে খেলে ৩৫ চালের মাথায় রিফাত বিন সাত্তারের বিরুদ্ধে জয়ী হন।
মনন রেজা নীড় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে পরাজিত করেন। মনন সাদা ঘুঁটি নিয়ে তাহসিনের সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৪৪ চালের মাথায় জয়ী হন।
ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে পরাজিত করেন। সাকলাইন কালো ঘুঁটি নিয়ে ক্যারো-কান ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে খেলে ৪৭ চালে আবু সুফিয়ান শাকিলের বিরুদ্ধে জয়ী হন।
আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩.৩০ মিনিট থেকে একই স্থানে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে। খেলা গুলো হলো : তাহসিন তাজওয়ার জিয়া বনাম রিফাত বিন সাত্তার, আরিয়ান ভার্সানি বনাম আবদিসালিমভ আবদিমালিক, পানিসার বেদান্ত বনাম ইয়েন ডাক হোয়া, সাকলাইন মোস্তফা সাজিদ বনাম মোহাম্মদ ফাহাদ রহমান এবং মনন রেজা নীড় বনাম আবু সুফিয়ান শাকিল।