শিরোনাম

ঢাকা, ১৯ নভেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলার জন্য অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে সম্মাননা জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নামেন মুশফিক।
এ টেস্টের প্রথম দিনের খেলা শেষে মাঠে উপস্থিত থেকে মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দেন আসিফ মাহমুদ। এ সময় তাঁর সাথে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
শততম টেস্ট খেলার জন্য মুশফিককে অভিনন্দন জানান আসিফ মাহমুদ। তার প্রত্যাশা কাল সেঞ্চুরি পূর্ণ করবেন মুশফিক।
সাংবাদিকদের আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে আজ শততম টেস্ট খেললেন মুশফিক ভাই। ৯৯ রানে আজ শেষ করেছেন তিনি। কাল শততম টেস্টে শতরান করবেন, এটা আমাদের একটা প্রাপ্তি হবে।’
তিনি আরও বলেন, ‘আশা করি মুশফিক ভাইকে অনুসরণ করে আমাদের আরও অনেক খেলোয়াড় শততম টেস্টের মাইলফলক স্পর্শ করবেন। মুশফিক ভাইয়ের সাথে আমাদের শৈশব জড়িত। আমাদের বয়সী যারা আছে, যখন দেখতাম বাংলাদেশের অবস্থা খারাপ, কিন্তু মুশফিক ভাই যখন মাঠে আসতেন, তখন একটু স্বস্তি লাগতো, এবার দল স্টেবল হবে, এখন একটু রান হবে, দল টিকতে পারবে।’
এ সময় মিরপুরের গ্রাউন্ড স্টাফদের সাথে দেখা করেন আসিফ মাহমুদ।