বাসস
  ১৮ নভেম্বর ২০২৫, ২২:০৩

বাংলাদেশ একাদশে ফিরলেন শমিত, মোরছালিন, বাদ পড়লেন জামাল

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৫ (বাসস) : ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে ফিরেছেন শমিত সোম ও শেখ মোরছালিন। তবে কোচ হাভিয়ের ক্যাবরেরার মুল দল থেকে বাদ পড়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

আজ ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত আটটায় শুরু হওয়া ম্যাচটিকে ঘিরে পুরো স্টেডিয়ামে বিরাজ করছে বাড়তি উত্তেজনা। 

নেপালের বিপক্ষে গত ১৩ নভেম্বর সর্বশেষ প্রীতি ম্যাচে একাদশে ছিলেন না কানাডা প্রবাসী শমিত। আর ইনজুরির কারনে ম্যাচেই ছিলেননা মোরছালিন। 

বাংলাদেশ একাদশ : মিতুল মার্মা (গোলরক্ষক), তপু বর্মন, শেখ মোরছালিন, হামজা চৌধুরী, রাকিব হোসেন, মো: ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদ, মো: সাদ উদ্দিন, শমিত সোম।