বাসস
  ১৮ নভেম্বর ২০২৫, ২১:২৫

মুশফিক সত্যিই শততম টেস্ট খেলার যোগ্য : বুলবুল

ফাইল ছবি

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৫ (বাসস) : আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে শততম টেস্ট খেলতে নামবেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার এই মাইলফলক স্পর্শ করবেন তিনি। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের মতে, শততম টেস্ট খেলার যোগ্য মুশফিক। দেশের ক্রিকেটের সত্যিকারের মিস্টার ডিপেন্ডেবল ব্যাটার তিনি। 

মুশফিকের শততম টেস্ট নিয়ে সম্প্রতি বাসসকে বুলবুল বলেন, ‘ক্রিকেট ক্যারিয়ারে তিনটি ভূমিকা ছিল মুশফিকের। প্রথমত বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার ছিলেন তিনি। এজন্য মুশফিকের নাম হয়ে গেল ‘মিস্টার ডিপেন্ডেবল’। 

দ্বিতীয়ত উইকেটরক্ষক ছিলেন মুশফিক এবং তৃতীয়ত, সব ফরম্যাটেই খেলেছেন তিনি। এই তিনটি একত্রিত করা হলে শততম টেস্ট খেলা একটি বিশাল অর্জন। বিশেষ করে এমন এক দেশে যেখানে টেস্ট ম্যাচ খুব কম হয়। ক্রিকেটের প্রতি তার নিষ্ঠা, ফিটনেস এবং ধারাবাহিকতাই এটি সম্ভব করেছে। আমার কাছে মনে হয় সে এটার যোগ্য দাবীদার।’

২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা বুলবুল জানান, মুশফিকুরের মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখার পরিকল্পনা করেছে বিসিবি।

তিনি বলন, ‘যেহেতু আমরা তার শততম টেস্টের অংশ হবার সুযোগ পেয়েছি তাই এটিকে আমরা স্মরণীয় করে রাখার চেষ্টা করব। তবে ম্যাচ চলাকালীন আমরা কোন কিছুর সাথে তাকে সম্পৃক্ত করব না। যাতে তার মনোযোগে ব্যঘাত ঘটে। ক্রিকেট অপারেশন্স কিছু আয়োজন করছে সেগুলো আমরা তার সাথে শেয়ার করব এবং সেগুলো করার চেষ্টা করব।’