বাসস
  ১৮ নভেম্বর ২০২৫, ২১:২২

সহ-অধিনায়ক হলেন শান্ত-মিরাজ ও সাইফ

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট-ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত এবং সাইফ হাসান। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের শেষ পর্যন্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে থাকবেন শান্ত। তার ডেপুটি হলেন মিরাজ। 

চলতি বছরের জুনে এক বছরের জন্য ওয়ানডে অধিনায়ক হন মিরাজ। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন শান্ত। 

টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিক এবং দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন সাইফ। ২০২৬ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের অধিনায়ক থাকবেন লিটন কুমার দাস। তার ডেপুটি হিসেবে কাজ করবেন সাইফ।