বাসস
  ১৮ নভেম্বর ২০২৫, ২১:০৭
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ২১:১৬

মুশফিকের শততম টেস্টে সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের

ফাইল ছবি

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৫ (বাসস) : আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে শততম টেস্ট খেলতে নামবেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তার শততম টেস্ট স্মরণীয় করে রাখতে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট জিতে সিরিজ জয়ের স্বাদ নিতে চায় টাইগাররা।  

ম্যাচটি শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। 

প্রথম টেস্টে ইনিংস এবং ৪৭ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে ড্র বা জয়, সিরিজ জয়ের স্বাদ দেবে টাইগারদের। তবে এই টেস্টে পুরো স্পটলাইট থাকবে মুশফিকের দিকে। ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে শততম টেস্ট খেলতে নামবেন তিনি। 

মুশফিকের অনন্য মাইলফলকের ম্যাচকে স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ। দলের প্রধান কোচ ফিল সিমন্স বলেন, ‘আমাদের তার পেশাদারিত্ব, তার দীর্ঘমেয়াদি পথচলা এবং বাংলাদেশের হয়ে খেলার প্রতি অকৃত্রিম আকাঙ্খা, এসবকে স্বীকার করতেই হবে। কারণ বাংলাদেশ বছরে ১৫টি টেস্ট ম্যাচ খেলে না, সেখানে তার শততম টেস্ট ম্যাচ খেলা দুর্দান্ত। এই মাইলফলকে পৌঁছাতে তার অনেক সময় লেগেছে, এটা আমাদের উপলব্ধি করা উচিত।’ 

তিনি আরও বলেন, ‘মুশফিকের সাথে স্বল্প সময়ে কাজ করার যে অভিজ্ঞতা, তাতে বলতে পারি তার পেশাদারিত্ব উঁচুমানের এবং কাল যখন শততম টেস্টের উপলক্ষটি আসবে, আমি অত্যন্ত খুশি হব।’

শততম টেস্টে মুশফিককে সম্মান জানানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে বাংলাদেশ। আইরিশদের সাথে দুই টেস্ট খেলে, শতভাগ জয় পেয়েছে টাইগাররা। যদিও বাংলাদেশের টেস্ট রেকর্ড হতাশাজনক। কারণ ২০০০ সালে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত ১৫৪ ম্যাচ খেলে মাত্র ২৪টি টেস্ট জিতেছে বাংলাদেশ।

প্রথম টেস্টের একাদশ অব্যাহত রেখেই দ্বিতীয় ম্যাচ খেলতে নামতে চাইবে বাংলাদেশ। উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। 

অন্যদিকে, সিরিজ হার এড়াতে শেষ ম্যাচে জয়ের জন্য মরিয়া সফরকারী আয়ারল্যান্ড। প্রথম টেস্টের একাদশে পরিবর্তন আনতে পারে তারা। 

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন ও হাসান মুরাদ। 

আয়ারল্যান্ড দল : অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, কেড কারমাইকেল, স্টিভেন ডোহেনি, গ্যাভিন হোয়ে, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিজ, অ্যান্ডি ম্যাকব্রিন, ব্যারি ম্যাককার্থি, লিয়াম ম্যাককার্থি, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লর্কান টাকার, ক্রেইগ ইয়াং।