শিরোনাম

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : দুই ওপেনার জাকির হাসান ও মুবিন আহমেদ দিশানের জোড়া হাফ-সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরের চতুর্থ রাউন্ডের দ্বিতীয় দিন শেষে খুলনা বিভাগের বিপক্ষে এগিয়ে সিলেট বিভাগ।
প্রথম ইনিংসের খুলনার ২৫৯ রানের জবাবে দিন শেষে ৭ উইকেটে ৩০৭ রান করেছে সিলেট। ৩ উইকেট হাতে নিয়ে ৪৮ রানে এগিয়ে রয়েছে সিলেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিনই ২৫৯ রানে অলআউট হয় খুলনা। জবাবে দিন শেষে বিনা উইকেটে ২৮ রান করেছিল সিলেট।
দ্বিতীয় দিন উদ্বোধনী জুটির রান ১৪১’এ নিয়ে যান জাকির ও দিশান। ৯ চার ও ১ ছক্কায় ১৩৯ বলে ৭১ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন দিশান।
হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ফিরেন অধিনায়ক জাকিরও। ১০টি বাউন্ডারিতে ১২৫ বলে ৭৮ রান করেন তিনি।
দলীয় ১৬৭ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর সিলেটের মিডল অর্ডার ব্যাটাররা সুবিধা করতে পারেননি। ২৩৬ রানে ষষ্ঠ উইকেট পতনের পর আশরাফুল হাসান রিহাদ ও শাহানুর রহমানের ৪৯ রানের জুটিতে লিড নেয় সিলেট।
রিহাদ ৩২ রানে থামলে, তানজিম হাসান সাকিবের সাথে ২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে সিলেটের রান ৩’শ পার করেন শাহানুর। তানজিম ১৬ ও শাহানুর ২৭ রানে অপরাজিত আছেন।
সফর আলি, আব্দুল হালিম ও মেহেদি হাসান রানা ২টি করে উইকেট নেন।