বাসস
  ১৭ নভেম্বর ২০২৫, ২০:২৩

তাইবুরের আক্ষেপের দিন লিড নিল রাজশাহী

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : আনিসুল ইসলাম ইমনের পর সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়লেন ঢাকা বিভাগের তাইবুর রহমান। জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরের চতুর্থ রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ৯৬ রানে অপরাজিত আছেন তাইবুর। ঢাকার ইনিংসে দ্বিতীয় দিন ৯৭ রানে আউট হয়েছিলেন ইমন।

তবে আশিকুর রহমান শিবলির ১২১ রানের সুবাদে প্রথম ইনিংসের রাজশাহীর ২৯৮ রানের জবাবে ৩৮২ রান করে ঢাকা। ফলে ৮৪ রানের লিড পায় ঢাকা। পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে ওপেনার তানজিদ হাসানের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ২ উইকেটে ১৫১ রান করেছে রাজশাহী। এতে ৮ উইকেট হাতে নিয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে রাজশাহী।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২৫২ রান করেছিল ঢাকা। সেঞ্চুরি তুলে ১১২ রানে অপরাজিত ছিলেন শিবলি। আর মাত্র ৯ রান যোগ করে সাজঘরে ফিরেন শিবলি। ২১৮ বল খেলে ১১টি চার ও ১টি ছক্কায় ১২১ রান করেন তিনি।

১২ রান নিয়ে খেলতে নেমে সতীর্থদের সঙ্গ না পাওয়ায় ৯৬ রানে অপরাজিত থাকেন তাইবুর। তার ১৯৬ বলের ইনিংসে ৯ চার ও ১ ছক্কা ছিল। ফলে শিবলির সেঞ্চুরি ও ইমন-তাইবুরের নব্বইয়ের ঘরের ইনিংসের সুবাদে ৩৮২ রান তুলে গুটিয়ে যায় ঢাকা। সানজামুল ও ওয়াসি ৩টি করে উইকেট নেন।

৮৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ৫৯ রানে ২ উইকেট হারালেও তানজিদের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে দিন শেষে লিড পায় রাজশাহী। সাব্বির হোসেন ৪ ও ওয়াসি ১৯ রানে আউট হলেও, ৫ বাউন্ডারি ও ৪ ওভার বাউন্ডারিতে ৮৪ বলে ৮৪ রানে অপরাজিত আছেন তানজিদ। তার সাথে ৪০ রানে অপরাজিত আছেন প্রিতম কুমার।