বাসস
  ১৭ নভেম্বর ২০২৫, ২০:২১

গালিব-শুভাগতর নৈপুন্যে প্রথম জয় ময়মনসিংহের

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : পেসার আসাদুল্লাহ গালিব এবং অধিনায়ক শুভাগত হোমের অলরাউন্ড নৈপুন্যে জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে ময়মনসিংহ বিভাগ। চতুর্থ রাউন্ডের ম্যাচে ময়মনসিংহ ২৫১ রানের বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম বিভাগকে।

চলতি আসরে প্রথম তিন রাউন্ডই ড্র করেছিল ময়মনসিংহ। লিগে ৪ ম্যাচে প্রথম জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠল ময়মনসিংহ। সমানসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে চট্টগ্রাম।

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ইনিংসে ২৮৮ রান করে ময়মনসিংহ। জবাবে ২১০ রানে অলআউট হয় চট্টগ্রাম। প্রথম ইনিংস থেকে ৭৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৮২ রান করেছিল ময়মনসিংহ। ফলে ৮ উইকেট হাতে নিয়ে ১৬০ রানে এগিয়ে ছিল তারা।

তৃতীয় দিন চট্টগ্রামের বাঁ-হাতি স্পিনার আশরাফুল ইসলাম রোহানের দুর্দান্ত বোলিংয়ে ২৩২ রানে অলআউট হয় ময়মনসিংহ। ২৪ ওভার বল করে ৭৩ রানে ৬ উইকেট নেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ে দ্বিতীয়বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন রোহান।

আগের দিন ৬ রানে অপরাজিত থাকা আজিজুল হাকিম দ্বিতীয় ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন। এছাড়া আল আমিন ৩১, মাহফিজুল ইসলাম ৩৬ ও মোহাম্মদ নাইম ৩৩ রান করেন।

৩১১ রানের টার্গেটে খেলতে নেমে ময়মনসিংহের গালিব ও শুভাগতর তোপে ২০.১ ওভারে ৫৯ রানে অলআউট হয় চট্টগ্রাম। দলের হয়ে মাত্র তিন ব্যাটার দুই অংক স্পর্শ করেছে। অধিনায়ক শাহাদাত হোসেন ১১, শামিম হোসেন ১৩ ও ইরফান শুক্কুর ১০ রান করেন।

গালিব ১০ ওভারে ২১ রানে ৬ উইকেট শিকার করেন। ১৩ ম্যাচের প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই সেরা বোলিং ফিগার গালিবের। ২৬ রানে ৩ উইকেট নেন শুভাগত। ম্যাচে ৭ উইকেট ও ৫৪ রান করায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন শুভাগত।