বাসস
  ১৭ নভেম্বর ২০২৫, ১৭:৫৯

বরিশালকে হারিয়ে প্রথম জয় রংপুরের

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : প্রথম তিন রাউন্ডে ড্র’র পর অবশেষে জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরে প্রথম জয়ের দেখা পেল রংপুর বিভাগ। চতুর্থ রাউন্ডের ম্যাচে রংপুর ৮ উইকেটে হারিয়েছে বরিশাল বিভাগকে। 

এই জয়ে ৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল রংপুর। ৪ ম্যাচে ১৪ পয়েন্ট আছেন ময়মনসিংহ বিভাগেরও। কিন্তু রান রেটে এগিয়ে দ্বিতীয় স্থানে আছে রংপুরই। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে বরিশাল।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৯০ রান করেছিল বরিশাল। ৩ উইকেট হাতে নিয়ে ৮৪ রানে এগিয়ে ছিল বরিশাল। 

তৃতীয় দিন বাকী ৩ উইকেটে ৫১ রান যোগ করতে পারে বরিশাল। ৩ উইকেটই নেন রংপুরের পেসার মুকিদুল ইসলাম। আগের দিন ২ উইকেট শিকার করেছিলেন তিনি। ফলে এই ইনিংসে ৫৩ রানে ৫ উইকেট শিকার করেন মুকিদুল। এতে ৩৮.২ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় বরিশাল। ম্যাচ জিততে ১৩৬ রানের লক্ষ্য পায় রংপুর। 

২২ রান নিয়ে খেলতে নেমে ৩৪ রানে আউট হন তাসামুল হক। বরিশালের শেষ তিন ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেন। রুয়েল মিয়া ১৩, অধিনায়ক তানভীর ইসলাম ১৯ ও ইয়াসিন আরাফাত অপরাজিত ১৫ রান করেন। 

জবাবে ৬১ রানের সূচনা পায় রংপুর। জুটিতে ১২ রান তুলে ফিরেন জাহিদ জাভেদ। দ্বিতীয় উইকেটে ৬৩ রানের জুটিতে রংপুরের জয়ের পথ সহজ করেন ওপেনার মিম মোসাদ্দেক ও নবিন ইসলাম। 

হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ১২টি চারে ৯৩ বলে ৮০ রানে আউট হন মিম। এরপর নাসির হোসেনকে নিয়ে রংপুরের জয় নিশ্চিত করেন নবিন। 

নাসির ৪ ও নবিন ৪২ রানে অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসে ৪৬ রনে ৩ এবং দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রংপুরের মুকিদুল।