শিরোনাম

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : কুঁচকির ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ড ব্যাটার ড্যারিল মিচেল। এমনকি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও মিচেলের খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের ৭ রানের জয়ের নায়ক ছিলেন মিচেল। ১১৮ বলে ১১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ঐ ইনিংস খেলার সময় কুঁচকিতে টান পড়ে পড়ে মিচেল। তাই ব্যাটিং শেষে আর ফিল্ডিংয়ে নামেননি তিনি।
ইনজুরির কারণে দ্বিতীয় ওয়ানডের জন্য দলের সাথে নেপিয়ারে যাননি মিচেল। ক্রাইস্টচার্চে কুঁচকির স্ক্যান করাবেন এই ডান-হাতি ব্যাটার। আগামী ১৯ নভেম্বর নেপিয়ারে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
মিচেলের জায়গায় ব্যাটার হেনরি নিকোলসকে দলে নিয়েছে নিউজিল্যান্ড। ২০১৫ সালে ওয়ানডে অভিষেকের পর দেশের হয়ে ৮১ ওয়ানডেতে ১ সেঞ্চুরি ও ১৫ হাফ-সেঞ্চুরিতে ২১৮০ রান করেছেন তিনি। এ বছরের এপ্রিলে মাউন্ট মঙ্গানুইয়ে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন নিকোলস।
সদ্য ঘরোয়া আসর ফোর্ড ট্রফিতে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন নিকোলস। ৫ ইনিংসে ২ সেঞ্চুরিতে ৭৬.৫০ গড়ে সর্বোচ্চ ৩০৬ রান করেছেন তিনি।