শিরোনাম

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৫ (বাসস) : জর্জিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের টিকেট প্রায় নিশ্চিত করে ফেলেছে স্পেন। ই-গ্রুপের আরেক ম্যাচে বুলগেরিয়াকে ২-০ গোলে পরাজিত করায় তুরষ্ক স্পেনের অপেক্ষা বাড়িয়ে দিয়েছে।
এদিকে আগামী বছর উত্তর আমেরিকান বিশ্বকাপে খেলার অপেক্ষায় থাকতে হচ্ছে সুইজারল্যান্ডকেও। গ্রুপ-বি’র শীর্ষ দল সুইজারল্যান্ড শনিবার সুইডেনকে ৪-১ গোলে পরাজিত করার পরও বিশ্বকাপে এখনো জায়গা পায়নি। গ্রুপের দ্বিতীয় দল কসভো স্লোভেনিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ী হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারনে আরো তিনদিন পর শেষ ম্যাচের ফলাফলের অপেক্ষা করতেই হবে সুইসদের। শেষ ম্যাচে কসভো জিতে গেলে সুইজারল্যান্ডের বিশ্বকাপের পথ আটকে যাবে।
মার্কো অরনাটোভিচের দুই গোলে সাইপ্রাসের বিপক্ষে ২-০ ব্যবধানের জয় অস্ট্রিয়াকে ১৯৯৮ সালের পর প্রথমবারের মত বিশ্বকাপের খুব কাছাকাছি পৌঁছে দিয়েছে। কিন্তু ১০ জনের রোমানিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও বসনিয়া এন্ড হার্জেগোভেনিয়া ৩-১ গোলে জয়ী হওয়ায় গ্রুপ-এইচ’র শীর্ষ দল এখনো চূড়ান্ত হয়নি। অস্ট্রিয়া ও বসনিয়ার মধ্যে এখন পয়েন্টের ব্যবধান রয়েছে মাত্র ২।
কাজাখস্তানের সাথে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করার সহজ সুযোগ হাতছাড়া করেছে বেলজিয়াম।
জর্জিয়ার মাঠে মিকেল ওয়ারজাবালের জোড়া গোলে স্বাগতিকদের উড়িয়ে দিয়েছে স্পেন। এর মাধ্যমে স্পেন পাঁচ ম্যাচে শতভাগ জয় নিশ্চিত করলো। রিয়াল সোসিয়েদাদ ফরোয়ার্ড ওয়ারজাবাল ১১ মিনিটে স্পট কিক থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন। ফেরান তোরেসের ক্রসে গিওর্গি গোকোলেশিভিলির হ্যান্ডবলে পেনাল্টি উপহার পায় স্পেন। ২২ মিনিটে ফাবিয়ান রুইজের পাস থেকে অনেকটা ফাঁকায় দাঁড়ানো মার্টিন জুবিমেন্ডি ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের ব্যবধান দ্বিগুন করেন। বিরতির ১০ মিনিট আগে ওয়ারজাবালের ক্রস থেকে স্কোরশিটে নাম লেখান তোরেস। ৬৩ মিনিটে তোরেসের এ্যাসিস্টে ওয়ারজাবাল নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন।
বড় এই জয়ে তুরষ্কের থেকে তিন পয়েন্ট ও সুস্পষ্ট গোল ব্যবধানে এগিয়ে ই-গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। মঙ্গলবার স্পেনের বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচে তুরষ্ক যদি সাত গোলের ব্যবধানে জিততে পারে তবে সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে। স্পেন এ পর্যন্ত নিজেদের পাঁচ ম্যাচে ১৯ গোলের বিপরীতে হজম করেছে মাত্র একটি।
গ্রুপের আরেক ম্যাচে হাকান কালহানোগ্লুর পেনাল্টির গোলে ১৮ মিনিটে এগিয়ে যায় তুরষ্ক। ৮৩ মিনিটে আতানাস শেরনেভের আত্মঘাতি গোলে বুলগেরিয়ার বিপক্ষে তুরষ্কের ২-০ গোলের জয় নিশ্চিত হয়।
বেলারুসের সাথে কোপেনহেগেনে ২-২ গোলে ড্র করে ডেনমার্ক সি-গ্রুপে পয়েন্ট হারিয়েছে। মঙ্গলবার গ্লাসগোতে এক পয়েন্ট পিছিয়ে থাকা স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ফলাফলের উপর ড্যানিশদের ভাগ্য নির্ধারণ করছে।
গ্রীসের কাছে ৩-২ গোলে পরাজিত হয়ে নিজেদের সুযোগও নষ্ট করেছে স্কটল্যান্ড। ৬৩ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক গ্রীস। স্কটল্যান্ড অবশ্য এই সময়ের মধ্যে বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছে। রায়ান ক্রিস্টি ও বেন ডকের গোলে শেষ পর্যন্ত কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তুলেছিল স্কটিশরা।