বাসস
  ১৬ নভেম্বর ২০২৫, ১৮:৩৯

হারমারের ঘূর্ণিতে ১৫ বছর পর দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট হারলো ভারত

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৫ (বাসস) : স্পিনার সাইমন হারমারের ৮ উইকেট প্রাপ্তিতে কলকাতায় অনুষ্ঠিত প্রথম টেস্টে তিনদিনেই সফরকারী দক্ষিণ আফ্রিকার কাছে ৩০ রানে পরাজিত হয়েছে ভারত। এর মাধ্যমে দুই ম্যাচের সিরিজে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নরা ১-০ ব্যবধানে এগিয়ে গেল। 

এর মাধ্যমে ১৫ বছর পর ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট ম্যাচে পরাজিত হলো ভারতীয়রা। এর আগে ২০১০ সালের ফেব্রুয়ারিতে নাগপুর টেস্টে শেষবার টেস্ট জিতেছিল গ্রায়েম স্মিথের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমার নেতৃত্বে ভারতে টেস্ট জিততে অবশ্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। 

ঘাড়ের ইনজুরির কারনে ভারতীয় অধিনায়ক শুভমান গিল ম্যাচ থেকে ছিটকে গেলে ভারতের দূর্ভাগ্যের শুরু হয়। ইডেন গার্ডেনে ১২৪ রানে জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ইনিংস ৯৩ রানেই গুটিয়ে যায়। 

প্রথম ইনিংসে ৩০ রানে ৪ উইকেট পাওয়া হারমার দ্বিতীয় ইনিংসেও ছিলেন নিয়েছেন ৪ উইকেট। রিশাভ পান্তকে মাত্র ২ রানে কট এন্ড বোল্ড করে তিনি ভারতীয়দের চাপে ফেলেন। 

বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ ৩৫তম ওভারে পরপর দুই বলে আক্সার প্যাটেল ও মোহাম্মদ সিরাজের দুই উইকেট তুলে নিয়ে ভারতীয় ইনিংস গুটিয়ে দেন। আক্সার প্যাটেল অবশ্য মহারাজকে পরপর দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে দর্শকদের কিছুটা উত্তেজিত করে তুলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মহারাজের বলেই তাকে সাজঘরে ফিরতে হয়েছে। তার আগে ১৭ বলে তিনি ২৬ রান উপহার দিয়ে গেছেন। ওয়াশিংটন সুন্দর ৩১ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সহযোগী হিসেবে কাউকে পাননি। এইডেন মার্করামের অফ-স্পিনে তিনিও বিদায় নিয়েছেন। 

মধ্যাহ্ন বিরতির আগে পেসার মার্কো জানসেন ভারতীয় দুই ওপেনারকে সাজঘরে ফেরত পাঠান। গিলের অনুপস্থিতিতে ভারতীয়রা এরপর আর ঘুড়ে দাঁড়াতে পারেনি। বিরতির পর হারমার পুরো ম্যাচের নিয়ন্ত্রন নিজের করে নেন। জানসেন প্রথম ওভারে যশ্বসী জয়সওয়ালকে উইকেটরক্ষক কাইল ভেরেয়নের ক্যাচে পরিনত করেন। এরপর আরেক ওপেনারকে কেএল রাহুলকেও নিজের পরের ওভারে জানসেন কাইলের দুর্দান্ত ডাইভিং ক্যাচে ফেরত পাঠান । 

দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১৫৩ রানে অধিনায়ক বাভুমা একাই করেছেন অপরাজিত ৫৫ রান। ইডেনের স্পিন বান্ধব উইকেটে দক্ষিণ আফ্রিকা যখন ৭ উইকেট হারিয়ে মাত্র ৯৩ রান সংগ্রহ করেছিল তখন বাভুমার এই ইনিংস দলকে কিছুটা হলেও রক্ষা করেছে। ২৯ রান নিয়ে দিন শুরু করে বাভুমা লো স্কোরিং ম্যাচে পুরো ম্যাচের প্রথম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। হাফ সেঞ্চুরি করতে বাভুমা খেলেছেন ১২২ বল। অষ্টম উইকেটে আগের দিনের অপরাজিত করবিন বশকে নিয়ে বাভুমা ৪৪ রান যোগ করেন। বশকে বোল্ড করে এই জুটি ভাঙ্গেন জাসপ্রিত বুমরাহ

ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ ৭ রানে হারমারকে বোল্ড করার পর শুন্য রানে মহারাজকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। 

বাঁহাতি স্পিনার রবিন্দ্র জাদেজা ৫০ রানে নিয়েছেন ৪ উইকেট। 

শুক্রবার টস জিতে প্রথম ইনিংসে দক্ষিন আফ্রিকা ১৫৯ রান সংগ্রহ করেছিল। দ্বিতীয় দিন ভারতকে ১৮৯ রানে গুটিয়ে দিয়ে ৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারীরা।

শনিবার গৌহাটিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে।