শিরোনাম

নওগাঁ, ১৬ নভেম্বর ২০২৫ (বাসস) : 'গৌরবের কোর্টে শত বছর' এই স্লোগানে নওগাঁয় আয়োজিত জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নওগাঁ টেনিস দল।
গতকাল শনিবার রাতে টেনিস ক্লাব চত্বরে ফাইনাল খেলায় অংশ নেয় ঢাকা অফিসার্স ক্লাব ও নওগাঁ টেনিস দল। খেলায় ঢাকা অফিসার্স ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে নওগাঁ টেনিস দল।
ফাইনাল শেষে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেনিস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।
এ সময় আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, ক্লাবের সহ-সভাপতি বেলাল আহম্মেদ, সাধারন সম্পাদক তারিফ মোহাম্মদ আপন।
বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
পুরষ্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গত ১২ নভেম্বর শুরু হওয়া এই টুর্ণামেন্টে ঢাকা অফিসার্স ক্লাব দলসহ বিভিন্ন জেলার মোট ২১টি দল অংশগ্রহণ করে।