বাসস
  ১৫ নভেম্বর ২০২৫, ২০:০১

রবিউলের তোপে প্রথম দিন অলআউট বরিশাল

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : রংপুর বিভাগের পেসার রবিউল হকের তোপে জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরের চতুর্থ রাউন্ডের প্রথম দিনই অলআউট হয়েছে বরিশাল বিভাগ। ৫২.৪ ওভার ব্যাট করে ১৯৬ রানে গুটিেেয় গেছে তারা। রবিউল ২৫ রানে ৫ উইকেট শিকার করেন। 

জবাবে দিন শেষে ২০ ওভার ব্যাট করে ২ উইকেটে ৪৩ রান করেছে রংপুর। ৮ উইকেট হাতে নিয়ে ১৫৩ রানে পিছিয়ে রংপুর। 

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২২ রানে ২ ওপেনারকে হারায় বরিশাল। 

ওপেনার ইফতিখার হোসেন ইফতিকে ৯ রানে শিকারের পর মিডল অর্ডারে আরও দুই উইকেট নেন রবিউল। 

সালমান হোসেন ইমনকে ২৭ ও শামসুর রহমানকে ৫ রানে আউট করেন তিনি। 

রবিউলের আঘাতের পর আরেক পেসার মুকিদুল ইসলামের জোড়া শিকারে ১৩৬ রানে ষষ্ঠ উইকেট হারায় বরিশাল। তবে এক প্রান্ত আগলে রংপুরের বোলারদের সামনে লড়াই করেছেন তিন নম্বরে নামা ফজলে মাহমুদ। 

৪৭তম ওভারের শুরুতে দলীয় ১৬৬ রানে সপ্তম ফজলে ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেনি বরিশাল। ১৯৬ রানে গুটিয়ে যায় তারা। ১৩টি চারে ১৩৩ বলে ৮০ রান করেন ফজলে। 

বরিশালকে ২শর নীচে দ্রুত গুটিয়ে রাখতে অবদান রাখেন রবিউল ও মুকিদুল। ২৫ রানে রবিউল ৫ এবং মুকিদুল ৪৬ রানে ৩ উইকেট নেন। 

এরপর ব্যাট হাতে নেমে ২৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় রংপুর। আব্দুল্লাহ আল মামুন ১২ ও জাহিদ জাভেদ ২ রানে আউট হন। 

নবিন ইসলাম ২১ ও নাইম ইসলাম ৬ রানে অপরাজিত আছেন। বল হাতে বরিশালের হয়ে ১টি করে উইকেট নেন ইয়াসিন আরাফাত ও রুয়েল মিয়া।