বাসস
  ১৫ নভেম্বর ২০২৫, ১৯:৩১

বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দলে ডাক পেলেন রায়ান উইলিয়ামস

ঢাকা, ১৫ নভেম্বর ২০২৫ (বাসস) : সম্প্রতী ভারতীয় নাগরিকত্ব লাভ করা অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড রায়ান উইলিয়ামসকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য ২৩ সদস্যের দল ঘোষনা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। 

আগামী ১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে গ্রুপ-সি’র শেষ ম্যাচে বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে। ইতোমধ্যেই দুই দল লড়াই থেকে ছিটকে গেছে। 

ম্যাচটিকে সামনে রেখে গত ৬ নভেম্বর থেকে ব্যাঙ্গালুরুতে অনুশীলন ক্যাম্প করেছে ভারত। আজ সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছে ভারতীয় ফুটবল দল। 

ফিফা ও এএফসি থেকে এখনো ভারতীয় দলে খেলার অনুমতি পাননি উইলিয়ামস। এমনকি ফুটবল অস্ট্রেলিয়া থেকেও কোন ধরনের ছাড়পত্র তিনি পাননি। 

ভারতীয় দলে দেশের বাইরের খেলোয়াড় অন্তর্ভূক্তির ঘটনা এটাই প্রথম। 

চার ম্যাচে দুই ড্র ও দুই হার নিয়ে টেবিলের তলানিতে রয়েছে ভারত। গোল ব্যবধানে এগিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। গ্রুপের শীর্ষ দুই স্থান নিশ্চিত করেছে হংকং ও সিঙ্গাপুর। 

সাবেক অধিনায়ক সুনীল ছেত্রীকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে ভারত। ভবিষ্যতে জাতীয় দলের প্রস্তুতির কথা চিন্তা করে ছেত্রী নিজেই তাকে বাদ দিয়ে দল বিবেচনা করার অনুরোধ জানিয়েছিলেন। 

ভারতীয় দল :

গোলরক্ষক : গুরপ্রীত সিং সান্ধু, হৃত্বিক তিওয়ারি, সাহিল

ডিফেন্ডার : আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইয়ামনাম, হামিংথানমাভিবা রালেত্ম, জয় গুপ্তা, প্রামভির, রাহুল ভেকে, সান্দেশ ঝিনগান

মিডফিল্ডার : ব্রাইসন ফার্নান্দেস, লালরেমতুয়ানগা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংগাম

ফরোয়ার্ড : এডমুন্ড লালরিনডিকা, লালিয়ানজুয়ালা চাংতে, মোহাম্মদ সানান, রহিম আলি, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিং।