বাসস
  ১৪ নভেম্বর ২০২৫, ১৯:৩৪

এমবাপ্পের ৪শ’তম গোলের ম্যাচে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো ফ্রান্স

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : কিলিয়ান এমবাপ্পের ৪শ’তম গোলের মাইলফলকের ম্যাচে ২০২৬ সালের বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে গতবারের রানার্স আপ ফ্রান্স জাতীয় ফুটবল দল।

গতকাল রাতে বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্স ৪-০ গোলে হারায় ইউক্রেনকে। এই জয়ে ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পায় ফরাসিরা।

এ ম্যাচে ফ্রান্সের হয়ে এমবাপ্পে দুটি এবং একটি করে গোল করেন মাইকেল ওলিসে ও হুগো একিতেকে। এ ম্যাচে ক্লাব ও দেশের হয়ে ৪০০ গোল পূর্ণ করেন এমবাপ্পে।

পার্ক দে প্রিন্সেসে ম্যাচের ৫৫ মিনিটে পেনাল্টি শটে প্রথম গোল করে ফ্রান্সকে ১-০ গোলে এগিয়ে দেন এমবাপ্পে। ৭৬ মিনিটে ওলিসের গোলে ব্যবধান দ্বিগুণ করে ফরাসিরা।

৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে অনন্য এক নজির গড়েন এমবাপ্পে। ফুটবল ক্যারিয়ারের ৪শ’তম গোল পূর্ণ করেন তিনি। ৮৮ মিনিটে একিতেকের গোলে ৪-০ গোলের বড় জয় নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট পায় ফ্রান্স।

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ফ্রান্স।

দিনের আরেক ম্যাচে মলদোভার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতে বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রেখেছে ইতালি। ৮৮ মিনিটে জানলুকা মানচিনি ও ৯৩ মিনিটে এসপোসিতো দলের হয়ে গোল দুটি করেন। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপে দ্বিতীয় স্থানে আছে ইতালি।

‘আই’ গ্রুপে দিনের আরেক ম্যাচে নরওয়ে ৪-১ গোলে হারিয়েছে এস্তোনিয়াকে। এই জয়ে ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা।  ২৮ বছর পর বিশ্বকাপে খেলা প্রায় নিশ্চিত নরওয়ের। আগামী রোববার বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে ইতালির মুখোমুখি হবে নরওয়ে। ঐ ম্যাচে জিতলে নরওয়ের সমান ২১ পয়েন্ট হবে ইতালির। কিন্তু বিশ্বকাপে সরাসরি খেলতে হলে নরওয়ের সাথে ১৭ গোলের ব্যবধান ঘোচাতে হবে ইতালিকে। নরওয়ের গোল ২৯টি ও ইতালির গোল আছে ১২টি।