বাসস
  ১৩ নভেম্বর ২০২৫, ১৬:২৭

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয় নিউজিল্যান্ডের

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : পেসার জ্যাকব ডাফির বোলিং নৈপুন্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা চতুর্থ টি-টোয়েন্টি সিরিজ জিতল নিউজিল্যান্ড। আজ পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড ২৬ বল হাতে রেখে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। 

এই জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ৭ রানে জিতলেও, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে- ৩ ও ৯ রানে জিতে নিউজিল্যান্ড। চতুর্থ ম্যাচ বৃষ্টিতে পন্ড হয়। 

আজ ডানেডিনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড পেসার ডাফির বোলিং তোপে ২১ রানে ৪ উইকেট হারায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শাই হোপ ১১, আকিম অগাস্তে ৮ ও শেরফানে রাদারফোর্ড রানের খাতা খোলার আগেই ডাফির শিকার হন। অ্যালিক আথানাজেকে ১ রানে বিদায় দেন নিউজিল্যান্ডের আরেক পেসার কাইল জেমিসন। 

শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টায় পঞ্চম উইকেটে রোভম্যান পাওয়েলকে নিয়ে ২১ বলে ২৭ এবং ষষ্ঠ উইকেটে জেসন হোল্ডারের সাথে ৩৪ বলে ৪২ রান যোগ করেন রোস্টন চেজ। পাওয়েল ১১ ও হোল্ডার ২০ রানে থামলেও দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন চেজ। 

আট নম্বরে নেমে ওয়েস্ট ইন্ডিজকে সম্মানজনক সংগ্রহ এনে দেন রোমারিও শেফার্ড। তার ৩টি করে চার-ছক্কায় সাজানো ২২ বলে ৩৬ রানের সুবাদে ১৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৪০ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। 

ডাফি ৩৫ রানে ৪ উইকেট নেন। এই ইনিংসে ক্যারিয়ারের ৩৮তম ম্যাচে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট পূর্ণ করেন ডাফি। 

১৪১ রান তাড়া করতে নেমে ৪৩ বলে ৬৯ রানের সূচনা করে নিউজিল্যান্ড ওপেনার টিম রবিনসন ও ডেভন কনওয়ে। ৫টি চার ও ৩টি ছক্কায় ২৪ বলে ৪৫ রান অবদান রেখে সাজঘরে ফিরেন রবিনসন।

তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে কনওয়ের সাথে ২৯ বলে ৩৭ রানের জুটিতে নিউজিল্যান্ডের রান ১শ পার করেন রাচিন রবীন্দ্র। ১৬ বলে ২১ রান করে রাচিন ফেরার পর, তৃতীয় উইকেটে ২৩ বলে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন কনওয়ে ও মার্ক চাপম্যান।

৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ৪২ বলে অপরাজিত ৪৭ রান করেন কনওয়ে। ২টি ছক্কায় ১৩ বলে ২১ রানের অনবদ্য ইনিংস খেলেন চাপম্যান। ম্যাচ ও সিরিজ সেরা হন ডাফি। সিরিজে পাঁচ ইনিংসে সর্বোচ্চ ১০ উইকেট শিকার করেন তিনি।

আগামী ১৬ নভেম্বর থেকে ক্রাইস্টচার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।