বাসস
  ১২ নভেম্বর ২০২৫, ১৯:২৮
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৯:৩১

হিমু-বন্যাদের প্রশংসায় ভারতীয় কোচ

ঢাকা, ১২ নভেম্বর ২০২৫ (বাসস) : আরচ্যারীতে এর আগে বাংলাদেশে যত সাফল্য এসেছে তার বেশিরভাগই রিকার্ভ ইভেন্টে। বিশ্বকাপে রূপা, অলিম্পিকে সরাসরি জায়গা করে নেওয়া কিংবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ- সবগুলো সাফল্যই রিকার্ভ ইভেন্টে। কিন্তু ঢাকায় চলমান ২৪তম এশিয়ান আরচ্যারী প্রতিযোগিতায় সব আলো কেড়ে নিয়েছেন বাংলাদেশের কম্পাউন্ড আরচ্যাররা।

আগের দিন মেয়েদের কম্পাউন্ডের নারী এককের সেমিফাইনালে ওঠেন কুলসুম আক্তার মনি। এরপর বুধবার শক্তিশালী কোরিয়াকে হারিয়ে কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগে ফাইনালে উঠেছেন বাংলাদেশের হিমু বাছাড় ও বন্যা আক্তার।

মাঠে বসে বাংলাদেশের খেলা খুব কাছ থেকে দেখেছেন ভারতীয় আরচ্যারী দলের কোচ রাহুল ব্যানার্জী। 

বাংলাদেশের আরচ্যারদের এমন পারফরম্যান্সে মুগ্ধ কলকাতার এই কোচ। ভারত জাতীয় দলের সাবেক আরচ্যার বলেন, “বাংলাদেশ আরচ্যারী দল আগের থেকে অনেক উন্নতি করেছে। বিশেষ করে কম্পাউন্ডে তারা খুব ভালো খেলছে। অথচ বাংলাদেশ আগে কখনও কম্পাউন্ডে এত শক্তিশালী দল ছিল না। এটা খুব ভালো দিক।”

শুরুতে ভারতও কম্পাউন্ডে তত ভালো পারফরম্যান্স করতো না। ভারতীয় দলের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘‘ভারতও ২০০৬ সাল থেকে কম্পাউন্ড শুরু করে। তবে আমরাও এত ভালো ছিলাম না। ২০১৯-২০ সালে এসে আমরা পদক জিততে শুরু করেছি। আমার মনে হয় বাংলাদেশের কোচিং ভালো হচ্ছে। 

ফ্যাসিলিটিজ আরও ভালো হলে নিশ্চয় বাংলাদেশ কম্পাউন্ডে আর ভালো করবে।” 

এবারের আরচ্যারী চ্যাম্পিয়নশিপে সব দিক দিয়েই এগিয়ে রয়েছে ভারত। রিকার্ভ পুরুষ দলগত ফাইনালে তারা লড়বে কোরিয়ার বিপক্ষে। কম্পাউন্ড পুরুষ দলগত ফাইনালে ভারতের প্রতিপক্ষ কাজাখস্তান। কম্পাউন্ড নারী দলগত ফাইনালে সোনার লড়াইয়ে ভারতের লড়াই হবে কোরিয়ার সঙ্গে। আর কম্পাউন্ড মিশ্র দলগত ফাইনালে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে লড়বে ভারত।

নিজের দলের এমন পারফরম্যান্সে খুশি রাহুল ব্যানার্জী, “এবার ভারত খুব ভালো পারফরম্যান্স করছে। 

আসরের অন্যতম কঠিন প্রতিপক্ষ ভারত। অবশ্যই সেরা দল। সর্বশেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত কম্পাউন্ড পুরুষ দল চ্যাম্পিয়ন হয়েছিল। আমাদের অনেক আরচ্যার আছে যারা টপ র‌্যাঙ্কিংয়ে আছে।  প্রথম দিন থেকেই আমাদের এটাই লক্ষ্য ছিল যে আমরা লড়াই করব মেডেলের জন্য। শুধু তাই নয় রিকার্ভ ও কম্পাউন্ড বাছাইয়ে সেরারা ভারতের। সব মিলিয়ে ফাইনাল স্কোরেও ভালো আমাদের আরচ্যারদের। ফাইনাল ম্যাচ কোরিয়ার সঙ্গে খুব ভালো লড়াই হবে। কারণ কোরিয়া খুব শক্তিশালী টিম। এখন পর্যন্ত যা প্রত্যাশা করেছি এর চেয়ে অনেক ভালো খেলছে ভারত।”

ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতীয় আরচ্যারদের জয় জয়কার। আগামী ১৮ নভেম্বর এই স্টেডিয়ামেই ভারত জাতীয় ফুটবল দল এশিয়ান কাপ বাছাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশের। আগে থেকেই ভারতীয় দলের জন্য শুভ কামনা জানালেন রাহুল, “একজন ভারতীয় সমর্থক হিসেবে সব সময় চাই আমাদের টিম জিতুক। এটা ভালো গ্রাউন্ড হোক ভারতের জন্য। জেতা বা হারা খেলার অংশ। তবে ভারত জিতবে সেটা আশা করতেই পারি।”

বিশ্ব ফুটবলে ব্রাজিলের সমর্থক রাহুল জানান, “আমাদের এই দুটো দেশে হয় ব্রাজিল না হয় আর্জেন্টিনার সমর্থক বেশি। আমি যেমন ব্রাজিল সমর্থক। কলকাতায় হয় ইস্ট বেঙ্গল না হয় মোহনবাগান। এর বাইরে ব্রাজিল ও আর্জেন্টিনা। ”

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীরও প্রশংসা করলেন রাহুল, “হামজা চৌধুরী সম্পর্কে শুনেছি। সে খুব ভালো মানের ফুটবলার। হামজার উপস্থিতিতে দর্শকরা যেন ভালো ফুটবল ম্যাচ দেখতে পারে সেটাই আমার আশা।”