শিরোনাম

ঢাকা, ১২ নভেম্বর ২০২৫ (বাসস) : নারী ক্রিকেটে অসদাচরণের অভিযোগ তদন্তের জন্য গঠিত তদন্ত কমিটিতে আরও দু’জন নতুন সদস্যকে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি আজ জানিয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমের সভাপতিত্বে গঠিত কমিটিতে বিশিষ্ট আইনজীবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশের আইন কমিশনের বর্তমান সদস্য অধ্যাপক ড. নাইমা হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খানকে যুক্ত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।