বাসস
  ০৯ নভেম্বর ২০২৫, ২০:২৯

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে ম্যাচ অফিসিয়ালের তালিকায় জেসি

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি সিরিজে নারী আম্পায়ার সাথিরা জাকির জেসিকে ম্যাচ অফিসিয়াল তালিকায় যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে চতুর্থ আম্পায়ার এবং তৃতীয় ও শেষ ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন জেসি। 

দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকাও ঘোষণা করেছে বিসিবি। 

টেস্ট এবং টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারি হিসেবে দায়িত পালন করবেন আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট।

১১ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া প্রথম টেস্টে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন পাকিস্তানের আহসান রাজা এবং অস্ট্রেলিয়ার স্যাম নোগাজস্কি। 

টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন বাংলাদেশের তানভীর আহমেদ। 

১৯ নভেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে অনফিল্ড আম্পায়ার থাকবেন স্যাম নোগাজস্কি এবং রিচার্ড ইলিংওয়ার্থ। 

টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আহসান রাজা। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন বিসিবি প্যানেলের মাসুদুর রহমান মুকুল। 

২৭, ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের গাজী সোহেল, মোরশেদ আলী খান, মাসুদুর রহমান মুকুল এবং তানভীর আহমেদ।