শিরোনাম

যশোর, ৯ নভেম্বর ২০২৫ (বাসস) : যশোরে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
আজ রোববার বিকেলে স্থানীয় শামস-উল-হুদা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ শাহ।
এসময় অন্যান্যের মধ্যে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ যশোর ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে জয়ী হয়েছে সদর উপজেলা। আক্রমন-পাল্টা আক্রমনের মধ্য দিয়ে তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলায় বিদেশী খেলোয়াড় সামিউল বুয়েটিনের হ্যাটট্রিকে সদর উপজেলা ৩-১ গোলে পরাজিত করে শার্শা উপজেলাকে। শার্শা উপজেলা দলের পক্ষে একমাত্র গোলটি করেন সজিব।
টুর্নামেন্টে ৮টি উপজেলা দল দুই গ্রুপ বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বীতা করছে।
গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচ ১১, ১৩ ও ১৫ নভেম্বর একই স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে। গ্রুপ পর্বের বিজয়ী চারটি দল সেমিফাইনালে অংশ নেবে। সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৬ ও ১৮ নভেম্বর। ২০ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।